Ban vs Wi | Test Series | টেস্ট শুরুর আগেই বাংলাদেশের জন্য ধাক্কা! টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন সেরা তারকা!
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই পড়েছিলেন চোটে। শঙ্কা ছিল টেস্টে খেলা নিয়ে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের বাংলাদেশের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। পিঠের চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইয়াসির আলী।
গত শুক্রবার ১০ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই পিঠে চোট পেয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলী রাব্বি। পরে এমআরআই করানো হলে সেখানে ধরা পড়ে লুম্বার স্পাইনে চোট রয়েছে তার। যা থেকে সেরে উঠার জন্য কমপক্ষে দুই-তিন সপ্তাহ সময় লাগবে রাব্বির। যার কারণে উইন্ডিজদের বিপক্ষের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
ইয়াসিরের চোট প্রসঙ্গে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লেগে যায়। এর ফলে সে টেস্ট সিরিজে খেলতে পারবে না।
উল্লেখ্য, আগামী ১৬ জুন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।