(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফুটবল নিউজ / ফিফা র‍্যাংকিং ২০২৩ : পয়েন্ট হালারো ব্রাজিল, অন্যদিকে পয়েন্ট বাড়লো আর্জেন্টিনার | FIFA Ranking 2023

ফুটবল নিউজ / ফিফা র‍্যাংকিং ২০২৩ : FIFA Ranking 2023 / পয়েন্ট হালারো ব্রাজিল, অন্যদিকে পয়েন্ট বাড়লো আর্জেন্টিনার। সবশেষ ২০২৩ সালের ৬ এপ্রিল প্রকাশিত হয়েছিল ফিফার র‍্যাংকিং, সেই র‍্যাংকিংয়ে এক নম্বর পজিশনে উঠে এসেছিল আর্জেন্টিনা ২ নম্বরে ফ্রান্স ও তিন নম্বরে ব্রাজিলের অবস্থান। এবার ফিফার এই উইন্ডোদের র‍্যাংকিং পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টে এসেছে পরিবর্তন।

ফিফার উইন্ডোজের দুটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল এক ম্যাচে জিতেছে, অপর এক ম্যাচে পরাজিত হয়েছে। সবচেয়ে সেনেগালের বিপক্ষে ব্রাজিল হেরেছে ৪-২ গোলে, আর আর্জেন্টিনা ইন্দোনেশিয়াতে পরাজিত করেছে ২-০ গোলে।

যাতে করে রেটিং পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার, অন্যদিকে রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। সবশেষ ফিফার র‍্যাংকিংয়ে ১৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল, সেনেগালের বিপক্ষে পরাজিত হয়ে হারিয়েছে ৫.৯৪ রেটিং পয়েন্ট। ব্রাজিলের বর্তমান রেটিং পয়েন্ট ১৮২৮.২৭। আর টানা দুই জয়ে আর্জেন্টিনার রেটিং পয়েন্টে যুক্ত হয়েছে ২.৮০ রেটিং পয়েন্ট। ফিফার বিশ্বর‍্যাংকিংয়ে এক নম্বর পজিশনে থাকা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৪৩। লাইভ র‍্যাংকিং থেকেই জানা গেল এমনটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks