(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

FIFA Men’s Ranking. Last update: 15 February 2024 / ফিফা র‍্যাংকিং কোথায় ব্রাজিল আর্জেন্টিনা?

Last update: 15 February 2024 FIFA Men’s Ranking / FIFA Men’s Ranking has been published. Last update: 15 February 2024. Argentina is on top of FIFA ranking. Argentina’s position is number one. Argentina’s arch-rival Brazil is in the 5th position. In FIFA’s new ranking, Brazil is at number 5.

প্রকাশিত হলো FIFA Men’s Ranking. Last update: 15 February 2024. ফিফার র‍্যাংকিংয়ে সবার উপরে আর্জেন্টিনা। আর্জেন্টিনার অবস্থান এক নম্বর পজিশনে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান ৫ নম্বর পজিশনে। ফিফার নতুন র‍্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে।

ফিফার প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৩ তম। বাংলাদেশ ফিফা র‍্যাংকিংয়ে ১৮৩ তম হলেও ভারত ফিফা র‍্যাংকিংয়ে অবস্থান ১১৭ তম।

ফিফার প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষ ১০ দলের মধ্যে আছেন। সবার উপরে আর্জেন্টিনার, দুই নম্বর পজিশনে ফ্রান্স, তিন নম্বরে আছে ইংল্যান্ড। ৪ নম্বরে বেলজিয়াম। ৫ নম্বরে ব্রাজিল,৬ নম্বরে নেদারল্যান্ডস, ৭ নম্বরে পর্তুগাল, ৮ নম্বর স্পেন, নয় নম্বরে ইতালি, ১০ নম্বর ক্রোয়েশিয়া।

ফিফার বিশ্ব র‍্যাংকিংয়ে ১৬ নাম্বার পজিশনে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মান দের অবস্থা বেশ নাজুক।

ফিফা র‍্যাংকিং ২০২৪ :
১। আর্জেন্টিনা।
২। ফ্রান্স।
৩। ইংল্যান্ড।
৪। বেলজিয়াম।
৫। ব্রাজিল।
৬। নেদারল্যান্ডস।
৭। পর্তুগাল।
৮। স্পেন।
৯। ইতালি।
১০। ক্রোয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks