(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Enzo Fernandez Chelsea Deal : ইতিহাস গড়ে সর্বোচ্চ দামে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন তারকা!

Enzo Fernandez Chelsea Deal : ইতিহাস গড়ে সর্বোচ্চ দামে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন তারকা!

প্রিমিয়ার লীগের সবচেয়ে দামি খেলোয়াড় এখন আর্জেন্টাইন গোল্ডেন বয় এনজো ফার্নান্দেজ।তিনি বর্তমানে সবচেয়ে দামি মিডফিল্ডার।মৌসুমের দলবদলের শেষ দিনে একদম শেষ সময়ে চেলসি তেই যোগ দেওয়া হলো এনজো ফার্নান্দেজের। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়ে বেনফিকা থেকে চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার তরুণ তারকা।

ফার্নান্দেজ চেলসির সঙ্গে চুক্তি করেন সাড়ে আট বছরের। ২০৩১ সালের পর আবার দলবদল করতে পারবেন তিনি।গোটা ফুটবল বিশ্বে আসল বড় এই খবর। ১০ ঘণ্টা আলোচনা শেষে সমাধানে পৌঁছতে পারল বেনফিকা ও চেলসি। রেকর্ড দামে নাম লেখালেন এনজো ফার্নান্দেজ।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে১২ কোটি ১০ লাখ ইউরোতে দলে পায় চেলসি।

ইতিহাসে দলবদলে জ্যাক গ্রিলিশের রেকর্ড ছিল সবার উপরে। এবার ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এনজো ফার্নান্দেজ।সব রেকর্ড চুড়মার করে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার এখন সবচেয়ে দামী মিডফিল্ডার।বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের উপাধি ও পেয়েছেন তরুণ এই মিডফিল্ডার।

এর আগে রিভার প্লেট থেকে ১ কোটি ইউরোতে বেনফিকা ফার্নান্দেজকে দলে নিয়েছিল। ক্লাবটির হয়ে প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখান ফার্নান্দেজ।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় কাতার বিশ্বকাপে।বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি পান তিনি। বেনফিকা থেকে চেলসিতে ১২কোটি ১০লাখ ইউরোতে নাম লেখালেন তিনি। যা ইনস্ট্রাগ্রামে পোস্ট করে নিশ্চিত করেন চেলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks