(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Enzo Fernandez To Chelsea Deal Done : রেকর্ড গড়ে চেলসিতে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ!

Enzo Fernandez To Chelsea Deal Done : রেকর্ড গড়ে চেলসিতে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ!

অবশেষে শেষ হলো সব জল্পনা-কল্পনার। ট্রান্সফার মার্কেটের ডেডলাইন ডে’তে গড়া হলো রেকর্ড এবং চমক পেল পুরো ফুটবল বিশ্ব। রেকর্ড মূল্যে আকাশ ছোঁয়া দামে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। এই চুক্তির মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেলেন এঞ্জো ফার্নান্দেজ। রেকর্ড ১২০ মিলিয়ন ইউরো (১০৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছেন তরুণ এই আর্জেন্টাইন। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) শীতকালীন দলবদলের বাজারে শেষ মুহুর্তে এই খবর নিশ্চিত করেছে পর্তুগীজ ক্লাব বেনফিকা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য মতে, এঞ্জো ফার্নান্দেজের আগে ইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। ২০২১ সালে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করে দলে আনে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে ম্যানসিটিতে যোগ দেন গ্রিলিশ।

ইএসপিএন আরো জানিয়েছে, ২০৩১ সাল পর্যন্ত এঞ্জো ফার্নান্দেজের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ৮ বছর চেলসির সঙ্গেই চুক্তিবদ্ধ থাকবেন আর্জেন্টিনার তরুণ এই মিডফিল্ডার।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার জার্সিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন এঞ্জো। টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কারটিও নিজের নামে করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এঞ্জো ফার্নান্দেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks