(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রিয়াল-বার্সা এল ক্লাসিকোর ফলাফল : বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ। বার্সার গোল বাতিল নিয়ে সমালোচনা

El Clasico 2024 : Real Madrid vs Barcelona Match result – লা লিগা ম্যাচে ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচের ফলাফল এসেছে রিয়ালের ৩-২ গোলের জয়ের মধ্য দিয়ে। ম্যাচে বার্সেলোনার একটা গোল বাতিল নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে।

বার্সা-রিয়াল ম্যাচে গোলের দেখা পেয়েছেন ভিনিশিয়ার জুনিয়র। পেনাল্টি থেকে গোল করেছেন ব্রাজিল তারকা। চলতি লা লিগায় ব্রাজিলিয়ান তারকার গোল হলো ১৩টি।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতের ক্লাসিকোয় ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগা টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিয়াস জুনিয়র। ফেরমিন লোপেসের নৈপুণ্যে সফরকারীরা ফের এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা লুকাস ভাসকেস। এরপর ম্যাচের একেবারেই শেষ দিকে ব্যবধান গড়ে দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম।

এদিকে এই ম্যাচে বার্সেলোনার গোল বাতিল নিয়ে চলছে ব্যপক আলোচনা। ২৮তম মিনিটে বার্সেলোনার ফের এগিয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা জাগে। রাফিনিয়ার ক্রস ছয় গজ বক্সে পেয়ে বাঁ পায়ের দারুণ এক টোকা দেন ইয়ামাল, বল ছুটে যায় লক্ষ্যে, কোনোমতে গোললাইনে তা ঠেকিয়ে দেন লুনিন।

এরপর বার্সেলোনার পক্ষ থেকে অবশ্য জোরাল আবেদন করা হয় যে, বল গোললাইন পেরিয়ে গেছে। তবে ভিএআরে কয়েকবার দেখেও এর পক্ষে শক্ত প্রমাণ না পাওয়ায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks