(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিপিএল ২০২৪ নিউজ : তবে কি ১২ জন নিয়ে আজ খেলেছে সাকিব রংপুর রাইডার্স?

BPL 2024 : Durdanto Dhaka vs Rangpur riders / Shakib al hasan | চলমান বিপিএল ২০২৪ এ দুর্দান্ত ঢাকাকে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুর্দান্ত ঢাকা বনাম রংপুর রাইডার্স ম্যাচ। এই সাকিব আল হাসান এর ম্যাচে ম্যাজিকাল পারফরমেন্সে জয় পেয়েছে রংপুর

দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুরের এই জয় দেখে মনে হবে, ঢাকার বিপক্ষে রংপুর খেলেছে ১২ জন নিয়ে। মাঠের দুই আম্পায়ার ও ঢাকার ১১ ক্রিকেটার যা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখেছেন।

স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে ১২ তম ক্রিকেটারকে, কিংবা ১১ জনের জায়গায় কিভাবে ১২ জন নিয়ে খেলেছে রংপুর রাইডার্স? সেটাই সবার প্রশ্ন।

মূলত সাকিব আল হাসান একাই দুইজনের কাজ করেছেন। তিনি ব্যাট হাতে করেছেন চমৎকার ব্যাটিং। এরপর পরপর হাতে প্রতিপক্ষের ব্যাটারদের উপর তাণ্ডব চালিয়েছেন।

ঠিক যেন একজন পরিপূর্ণ অলরাউন্ডার এর কাজটাই করেছেন সাকিব। যার মধ্য দিয়ে সাকিবের কাছ থেকে রংপুর রাইডার্স পেয়েছে একজন বোলার এবং একজন ব্যাটসম্যানের পরিপূর্ণ সুবিধা।

এদিন সাকিব আল হাসান ব্যাট হাতে খেলেছেন ১৭০ স্ট্রাইক রেটে। তিন ছক্কা ১ চারে ২০ বোলে ৩৪ টানের ইনিংস খেলেছেন সাকিব বাবর আজমের সঙ্গে গড়েছেন ৫০ এর বেশি রানের পার্টনারশিপ।

এরপর বল হাতেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। নিজের কোঠার পুরনো চারবার বোলিং করে কেবল ১৬ রান দিয়ে, সাকিব পেয়েছেন তিনটি উইকেটের দেখা। শেষ মুহূর্তে ২ উইকেট পেয়েছেন সাকিব, বোলিং করেছেন ৪ ইকোনিমিরেটে।

সবমিলিয়ে এক সাকিব আল হাসান এর কাছ থেকে একজন পরিপূর্ণ বোলার এবং একজন পরিপূর্ণ ব্যাটসম্যানের পূর্ণ সুবিধা পাওয়ার মধ্য দিয়ে, ১২ জনের সুবিধা পেয়েছে রংপুর রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks