(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

CWC23 / IND vs NZ | ভারত – নিউজিল্যান্ড ম্যাচে সব বিতর্কিত আম্পায়ার, নেই বাংলাদেশের সৈকত

CWC23 / IND vs NZ | বিতর্কে সর্বোচ্চ সীমা পেরিয়ে যাওয়া আম্পায়ারদের রাখা হয়েছে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, ভারত বনাম নিউজিল্যান্ড এর ম্যাচে। আজ মুম্বাইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি, গতবারের দুই সেমি ফাইনালিস্ট। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা ২.৩০ মিনিটে।

এই ম্যাচের আগে, জানা গেল ম্যাচটি পরিচালনার দায়িত্বে আছেন কারা। ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন এমন একজন আম্পায়ার যিনি কিনা এবারের বিশ্বকাপে চরমভাবে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন।

অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচে স্টিভেন স্মিথ, এবং মার্কস স্টোইনিসের আউট নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত দেয়া Richard Illingworth কে রাখা হয়েছে ভারত নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটিতে।

এ নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে, ভারত নাকি ম্যাচ জয়ের জন্য এমন তা করেছে। এবারের বিশ্বকাপ জুড়ে লিগ পর্বের ম্যাচগুলোতে নিখুঁত ও নির্ভুল আম্পায়ারিং করেও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা হয়নি বাংলাদেশে আম্পায়ার সৈকতের।

অথচ বিশ্বকাপ জুড়ে চরমভাবে বিতর্কিত আম্পায়ারদের রাখা হয়েছে সেমিফাইনালের দুটি ম্যাচে আইসিসি সিদ্ধান্তকে ভুল বলছো অনেকেই। সমালোচনা করছে ক্রীড়া বিশ্লেষকরা।

ভারত নিউজিল্যান্ডের ম্যাচ অফিশিয়াল দের তালিকাটা দেখে নেয়া যাক। কারা আছেন এই ম্যাচ পরিচালনার দায়িত্বে। মাঠের দুই আম্পায়ার কারা? তৃতীয় আম্পায়ার কে? ম্যাচ রেফারি কে? কিংবা চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে কাকে?

Match Officials for the semifinals:
SF1: India v New Zealand, Wed 15 November, Mumbai, on Field Umpires: Richard Illingworth & Rod Tucker, Third Umpire: Joel Wilson, Fourth Umpire: Adrian Holdstock, Match Referee: Andy Pycroft

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks