(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Copa America 2024 | Euro 2024 : একসাথে শুরু হচ্ছে কোপা আমেরিকা ও ইউরো! জানুন সময়সূচি | কোপা আমেরিকা ২০২৪ | ইউরো ২০২৪

Copa America 2024 | Euro 2024 : একসাথে শুরু হচ্ছে কোপা আমেরিকা ও ইউরো! জানুন সময়সূচি | কোপা আমেরিকা ২০২৪ | ইউরো ২০২৪

ফুটবল বিশ্ব কাপের পর ফুটবল বিশ্বে সবচেয়ে উওেজনা পূর্ন টুর্নামেন্ট ধরা হয় কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপকে। ফুটবল বিশ্বে বরাবরই রাজত্ব করে আসছেন দক্ষিন আমেরিকা ও ইউরোপ। এই ফুটবল বিশ্বে দক্ষিন আমেরিকা ও ইউরোপীয় দলগুলো বরাবরই চ্যাম্পিয়নের তকমা পাচ্ছে।

ইউরোপ ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা হয় ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দক্ষিন আমেরিকার কোপা আমেরিকার বলে খ্যাতি।আগে থেকেই শোনা যাচ্ছিল ইউরো ও কোপা আমেরিকার আসর ২০২৪ সালে বসতে যাচ্ছে। এর আগে ২০২১ সালে
ইউরো ও আমেরিকার আসর কাছাকাছি সময়ে বসেছিল।

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে ইউরো ও আমেরিকার আসর কবে থেকে শুরু হতে চলেছে। ২০২৪ সালের জুন থেকে শুরু হবে আসরগুলো এমনটাই জানিয়েছেন ফিফা।২০২৪ সালের ১৪জুন থেকে একসাথে শুরো হওয়া এই দুই টুর্নামেন্ট একমাস ব্যাপি চলে ১৪ই জুলাইে ফাইনালের মাধ্যমে শেষ হবে।

২০২৪ সালে একমাস ব্যাপি বিশ্বকাপের আমেজ তৈরি হবে। এর আগে সব শেষ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে কোপার কাপ জিতেছিল আর্জেনটিনা। অন্য দিকে ইউরো কাপ জিতেছিল ইতালি। পরে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনালিসিমার মাধ্যমে মাঠে নামলে ইতালিকে হারিয়ে সেই ট্রফি ও জিতে মেসির আর্জেনটিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks