(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Brazil | World Cup 2022 | ব্রাজিলই জিতবে এবারের বিশ্বকাপ, এটাই সত্যি – তিতে!

Brazil | World Cup 2022 | ব্রাজিলই জিতবে এবারের বিশ্বকাপ, এটাই সত্যি – তিতে!

কিছুদিন আগেই ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস জানিয়েছিলেন, এখনই উপযুক্ত সময় ব্রাজিলের বিশ্বকাপ জেতার। এবার তার কথার সঙ্গেই সুর মেলালেন ব্রাজিলের বর্তমান কোচ তিতে। তার মতে, এবারই সময় গত দুই দশকে বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘুচানোর।

সম্প্রতি সময়ে বেশ দূর্দান্ত ছন্দে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাইপর্বের অপরাজিত থাকার রেকর্ড গড়ে সবার আগে নিশ্চিত করেছিল বিশ্বকাপে খেলা। নিজেদের খেলা শেষ দুই প্রীতি ম্যাচেও বেশ দূরন্ত ছিল সেলেসাওরা। আর তাইতো বিশ্বকাপে হট ফেবারিটদের কাতারেই ব্রাজিলকে রাখছে অনেক ফুটবল বিজ্ঞরা।

তবে বেশ দূর্দান্ত পারফর্ম করলেও কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের তেতো স্বাদও পোড়াচ্ছে ব্রাজিলিয়ানদের। যার কারণে অনেকের মতে বিশ্বকাপে এবারো হতাশা ছড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ ২০০২ সালে জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর পেরিয়ে গেছে ২০ বছর যার মধ্যে বিশ্বকাপের আসর বসেছে চার বার। এই চার আসরে একবারও বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি সেলেসাওরা। আর তাইতো এবার আর ট্রফি হাতছাড়া করতে চান না ব্রাজিল কোচ তিতে।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রধান কোচ তিতে বলেন, ‘আমি আশাবাদী, পাশাপাশি মনোযোগীও। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি। এখন সময় ফাইনালে পৌঁছানোর ও চ্যাম্পিয়ন হওয়ার। এটাই সত্যি কথা।

ব্রাজিলকে ঘিরে সকলের প্রত্যাশা বেশি থাকে যার কারণে চাপটাও থাকে অধিক। এসব চাপের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তা সম্পর্কে তিতে বলেন, অন্যান্য পরিস্থিতির কারণে গত বিশ্বকাপে আমি কোচ ছিলাম (২০১৬ সালে সাবেক কোচ দুঙ্গা বহিস্কৃত হয়েছিলেন এবং এরপর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিতে)। এবার আমার চার বছরের চক্র সম্পূর্ণ করার সুযোগ হয়েছে। আমাদেরকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তবে আমরা পরিশ্রম করার দিকে মনোযোগী। আমরা যে তীব্র চাপে থাকি, সেটা আবার একটা সমস্যা।

এদিকে তিতর কোচিং কৌশল নিয়ে হয়ে থাকে ব্যাপক সমালোচনা। তবে সমালোচকদের তোয়াক্কা করেন না তিতে। সমালোচকদের উল্টো প্রশ্ন ছুঁড়ে তিতে বলেন, ‘লোকেরা আর কি প্রত্যাশা করছে? আমরা বাছাইপর্বে রেকর্ড গড়েছি (সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের)। আমরা সবচেয়ে বেশি সময় ধরে অপরাজিত আছি। (২০১৮ সালের বাছাইপর্বের) ১২ ম্যাচ ও এখন (২০২২ সালের বাছাইপর্বের) ১৭ ম্যাচ। সবমিলিয়ে ২৯ ম্যাচ ধরে অপরাজিত আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks