Shakib Al Hasan | Test Record | দেড়’শ বছরের টেস্ট ইতিহাসে ভাগ বসালেন সাকিব! এক টেস্টে তিন রেকর্ড সাকিবের!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের ৬২তম ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। নিজের ৬২তম টেস্ট খেলতে নেমেই দেড়শ বছরের ইতিহাসে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান।
টেস্ট ক্যারিয়ারের এই ৬২ ম্যাচে ১১৪ ইনিংসে ব্যাট হাতে সাকিব করেছেন ৪২২৬ রান। এই রান করতে সাকিব নামের পাশে যোগ করেছেন ৫ টি শতক ও ২৯ টি অর্ধশতক। বিশ্বসেরা অলরাউন্ডারের করা সবশেষ তিন অর্ধশতক এসেছে শেষ তিন ইনিংসে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরির দেখা পাওয়ার পর অ্যান্টিগায় উইন্ডিজদের বিপক্ষের প্রথম টেস্টের দুই ইনিংসেই অর্ধশতকের দেখা পেয়েছেন মি.অলরাউন্ডার।
টেস্টে ১৫ বছরের ক্যারিয়ারের এই প্রথমবার টানা তিন ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে টানা পাঁচবার দুই ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছিলেন সাকিব। তবে টানা তিন ইনিংসে অর্ধশতকের দেখা এবারই প্রথম পেয়েছেন সাকিব আল হাসান।
এদিকে বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন সাকিব। এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এক টেস্টের দুই ইনিংসেই দুই ফিফটির কীর্তি গড়েছিলেন মোট দুইবার। এছাড়াও অধিনায়ক থাকাকালীন মুশফিকুর রহিমও এক টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
এছাড়াও অধিনায়ক হিসেবে টেস্টে ১০০০ রান ও ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটের দেড়’শ বছরের ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন সাকিব।