(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Brazil has reached the quarter-finals by defeating South Korea 4-1: নেইমার,ভিনি-রিচার্লিসনের আগুনঝরা পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল!

Brazil has reached the quarter-finals by defeating South Korea 4-1: নেইমার,ভিনি-রিচার্লিসনের আগুনঝরা পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল!

নেইমার জুনিয়র ফেরার ম্যাচে যেনো একসাথে জ্বলে উঠলো ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েতা ও রিচার্লিসনরা। নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নাস্তানাবুদ করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। এদিন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই নিজদের জাদু দেখাতে থাকে ব্রাজিল। ম্যাচের ৭তম মিনিটের সময় চলেছে ভিনি জাদু। নেইমারের অ্যাসিস্ট থেকে নজরকাড়া এক গোলে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র।

এরপর নিজেদের বিপদ ডেকে আনে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১১তম মিনিটে ডি – বক্সে ফাউল করে বসে কোরিয়ার খেলোয়াড়। সঙ্গে সঙ্গে পেনাল্টির ইশারা রেফারির। সেখান থেকে সফল স্পটকিকে গোল করেন নেইমার জুনিয়র। ফলে ২-০ গোলে এগিয়ে যায় তিতের দল।

টানা দুই গোল খেয়ে হতাশায় ডুবা কোরিয়াকে আরো হতাশা দিল রিচার্লিসন। ম্যাচের ২৯তম মিনিটে থিয়াগো সিলভার নজরকাড়া পাস পেয়ে গোল করতে ভুল করেননি রিচার্লিসন।

এর ঠিক ৫ মিনিট পর আবারো দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ায় ব্রাজিল। এবার ভিনির অ্যাসিস্টে লুকাস পাকুয়েতার গোল। ম্যাচের ৩৬তম মিনিটেই ৪-০ গোলে এগিয়ে সাম্বার তালে নেচে উঠে পুরো ব্রাজিল দল।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি সেলেসাওরা। উল্টো এক গোল হজম করে ব্রাজিল। ৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাইকের দারুণ এক শটে গোল করে ব্যবধান কিছুটা কমায় কোরিয়া। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks