(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিপিএলের টিকেটের দাম কত? কোথায় পাওয়া যাবে বিপিএল টিকেট

ঢাকা-পর্ব শেষ করে বিপিএল ২০২৪ এখন চট্টগ্রামে। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসলের চট্টগ্রাম পর্ব। স্বাভাবিকভাবেই চট্টগ্রাম পর্ব মাঠে করানোর আগে। বিপিএল টিকিটের দাম কত? এটাই প্রশ্ন ভক্তদের? কিভাবে পাওয়া যাবে বিপিএলের টিকেট?

সেটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । বিপিএল এর গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে চট্টগ্রাম পড়বে বিপিএলের টিকিটের মূল্য তালিকা। অল্প দামে টিকেট কিনে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে সাগরিকার দর্শকরা।

টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। টিকেট পাওয়া যাবে নির্দিষ্ট বুথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএলের সেটা স্বস্তি দিতে পারে ভক্তদের।

বিপিএলের টিকিটের দাম, এবং কোথায় পাওয়া যাবে?জানুন – পশ্চিম গ্যালারি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। পূর্ব গ্যালারি টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে গুণতে হবে ৮০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বা আন্তর্জাতিক গ্যালারির টিকিটের মূল্য করা হয়েছে ১৫০০ টাকা। সবচেয়ে দামি টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটি গ্যালারিতে। সেই টিকেটের মূল্য ২৫০০ টাকা।

শহরের সাগরিকা টিকিট কাউন্টার এবং এম.এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ১১ ফেব্রুয়ারি থেকে মিলবে টিকিট। প্রতিটি ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন টিকিট পাওয়া যাবে কাউন্টারে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ থাকছে দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks