(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খবর / তামিমের সততায় মুগ্ধ গোটা মাঠ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খবর / বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তামিম ইকবাল। আম্পায়ার আউট দিতে ভুল করেছেন তার চোখে আউট ধরা পড়েনি। তাই বলে নিচে আউট বুঝতে পেরে কি মাঠে থেকে যাওয়াটা ঠিক হতো তামিমের?? অবশ্যই না। প্রশ্নটির উত্তর অবশ্যই তামিম ইকবাল এভাবেই খুজেছেন। আর প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে আম্পায়ার আউট না দেওয়ার পরেও মাঠ ছেড়েছেন নিজ উদ্যোগে।

কিউইদের বিপক্ষে দীর্ঘদিন পর মাঠে নেমেও দুর্দান্ত পারফর্ম করছিলেন তামিম ইকবাল। ব্যাটিংয়ে অসাধারণ ছিলেন তিনি কিন্তু ঝামেলা বাধলো তার তৃপ্তির মাইলফলকে পৌঁছানোর আগে ।

ইশ সুধির ওভারের ২য় ডেলিভারি পিচ করে তামিম ইকবালের গ্লাভস স্পর্শ করে চলে যায় নিউজিল্যান্ডের কিপার এর হাতে। কড বিহাইন্ড এর আবেদন করে কিউই ক্রিকেটাররা। কিন্তু তাতে সারা দেনই আম্পায়ার। পরে রিভিউ নিয়ে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

নিউজিল্যান্ড রিভিউ নিলেও তার ফলাফলের জন্য অপেক্ষা করেননি তামিম ইকবাল, মাঠ ছাড়েন সরাসরি। তিনি বুঝতে পেরেছেন বলটি তার গ্লোবস স্পর্শ করেছে এটি পরিস্কারা আউট। পরে রিভিউতেও দেখা গেল বিষয়টি। তামিম ইকবাল আউট হয়েছেন। সততার অনন্য নজির সৃষ্টি করে প্রশংসিত হয়েছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks