(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ICC CWC23 / বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগেই টাইগারদের নিয়ে একি বলল জশ বাটলার

ICC CWC23 / আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ টি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। আট বছর আগে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের যেমন সেই সুখ স্মৃতি মনে আছে, তেমন দুঃসাহ সেই এখনো বিশ্বকাপে তাড়া করে বেড়াচ্ছেন ইংলিশদের।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড। এই ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন ইংলিশদের অধিনায়ক জশ বাটলার।

এত সময় ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশকে ছোট করে কথা বললেও এখন একদিনের ক্রিকেটে এখন পরাশক্তির নাম। বাংলাদেশ দলকে তাই বেশ সম্মান দেখিয়ে কথা বলেছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের প্রসঙ্গে জশ বাটলার, ‘বলেন বাংলাদেশের সাথে দারুণ ম্যাচ ছিল। চমৎকার দল। যাদের বিপক্ষে খেলি, তাদের সবাইকে সম্মান করি। বিশ্বকাপে ম্যাচগুলোতে প্রতিপক্ষদের সঙ্গে কঠিন খেলা হবে বলেই প্রত্যাশা করছি। দুই দলই একটা করে ম্যাচ খেলেছে। আগের ম্যাচে ভালো না খেললেও দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী আছি। গতকাল এবং আজ আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় আছি।’

‘অবশ্যই আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আগের ম্যাচে তেমন ভালো খেলতে পারিনি। ঘুরে দাঁড়াতে দলীয় ও ব্যক্তিগতভাবে সবাই মরিয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks