(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

CWC23 / লিটনকে ভুল আউট দিল ভারতীয় আম্পায়ার

CWC23 / লিটনকে ভুল আউট দিল ভারতীয় আম্পায়ার / প্রস্তুতি ম্যাচ তাই আউটটা খুব বেশি প্রভাব ফেলবে না। কিন্তু লিটন দাস যেভাবে আউট হয়েছেন সেটা নিয়ম না জানার দিকে ইঙ্গিত করছে। বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে আসামের গোহাটি ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর আসরে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

এই ব্যাচের টপলির বলে আউট হয়েছেন লিটন দাস বল কি পিচ করে লাগিয়ে লিটনের গ্লোবসে। এ সময় আউটের আবেদন করে ইংলিশ ক্রিকেটাররা, আঙ্গুল তুলে দেন আম্পায়ার। আউট হয়ে পিছনে না তাকিয়ে ফিরে জান লিটন দাস।

পরে দেখা গেল বলটি যখন লিটনের গ্লাভসে লেগেছে তখন লিটনের গ্লাভসটি ছেড়ে দিয়েছিল ব্যাটকে অর্থাৎ ইম্প্যাক্ট ছিলোনা গ্লাভস ক্রিকেটের আইন বলছে এটি নট আউট কিন্তু নিয়ম না জানার কারণে নট আউট হয়ে ও মাঠ ছাড়তে হয়েছে লিটনকে।

এই ঘটনা অবশ্যই খুব বেশি প্রভাব ফেলবে না কারণ এটি প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে ম্যাচটি। ইংলিশদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে টাইগাররা সংগ্রহ করেছে ১৫৩ রান। ৩০ ওভারের খেলা শেষে নামে ঝুম বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়াতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks