(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh U19 /যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

BAN U19 vs UAE U19 FIFA ACC U19 Men’s Asia Cup 2023 | সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৮৭ রানে অলআউট করে দিয়ে, যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের চমৎকার জয়। প্রথমবারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবো ক্রিকেট দল। আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি, মারুফ মৃদার দুর্দান্ত বোলিং বাংলাদেশকে চ্যাম্পিয়নের মুকুট পড়ে যাচ্ছে ।

এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশের হয়ে ব্যাটি বলে দুই বিভাগেই পারফর্ম করেছেন প্রত্যেকেই। শুরুতে ব্যাটিংয়ে আশিকুর রহমান শিবলী এবারের যুব এশিয়া কাপ টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন বাংলাদেশি তরুণী ওপেনার।

তার ব্যাগ থেকে এসেছে ১২৯ রানের দুর্দান্ত এক ম্যাচ। এবারের যুব এশিয়া কাপে পাঁচ ম্যাচে তিনি করেছেন ৩৭৮ রান। যেখানে রয়েছে দুটি ফিফটি ও দুটি শতক। ফাইনাল ম্যাচে শিবলীর চমৎকার সেঞ্চুরির পাশাপাশি রেজওয়ানের ৬০ রান আরিফুলের ৫০ রানে ভর করে বাংলাদেশ পেয়েছে ২৮২ রানের সংগ্রহ।

জবাবে এই রান তারা করতে নামা সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৮৭ রানে অলআউট করে দিয়েছে জুনিয়র টাইগাররা। যেখানে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন মারুফ মৃধা।

বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন মারুফ, দুটি করে উইকেটের দেখা পেয়েছেন ইমন এবং জীবন। এছাড়াও তিনটি উইকেট পেয়েছেন বর্ষণ। চমৎকার ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks