(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh U19 : যুব বিশ্বকাপ দুর্দান্ত জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

ICC U19 World Cup 2024 | Bangladesh U19 Cricket Team Match | BAN vs USA U19 Match 2024 / যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১২১ রানের বিশাল জয়ের মধ্য দিয়ে এবারের আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের যাত্রা শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরি মাহফুজুর রহমান রাব্বির চার উইকেটে ভর করে দারুন জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি আজও। গত দুই ম্যাচের মত দুই ওপেনারকে দ্রুত হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। তাতে শুরুর অংশে কিছুটা চাপে পড়ে জুনিয়র টাইগাররা।

এরপর অবশ্য বাংলাদেশের বিপদ বাড়তে দেননি আরিফুল। ১০৩ বলে ৯ চারে ১০৩ রান করে আউট হয়েছেন তিনি। এর আগে চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে ১১৫ বলে ১২২ রানের জুটি গড়েন আরিফুল। জুটি ভাঙে ৪৯ বলে ২ চার ও ১ ছয়ে আহরার ৪৪ রান করে আউট হয়ে ফিরলে।

শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ২৯১ রান। যুক্তরাষ্ট্রের মত প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্য যা যথেষ্ট। সংগ্রহকে দারুণভাবে ধরে রেখেছে বোলাররা, প্রতিপক্ষের বেটারদের উপর আগ্রাসন শুরু করেছে বাংলাদেশ বোলাররা।

১৯২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে, যুক্তরাষ্ট্র অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে। বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে ১২১ রানের বিশাল ব্যবধানে। ব্যাট হাতে সেঞ্চুরি পর বল হাতেও দুর্দান্ত ছিলেন আরিফুল ইসলাম পাঁচ ওভার বোলিং করে ৩ ইকোনমি রেটে কেবল দিয়েছেন ১৫ রান পেয়েছেন একটি উইকেট।

তবে যুক্তরাষ্ট্রকে ১৭০ রানে অলআউট করে দিয়ে দারুণ জয় পাওয়ার জন্য, বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। নিজের কোঠার পুরনো ১০ ওভার বোলিং করে ৪ উইকেট পেয়েছেন তিনি।

সব মিলিয়ে ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করে চমৎকার জয়ে বিশ্বকাপে গ্রুপ পর্বের যাত্রা শেষ করে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল মধ্য দিয়ে বাংলাদেশ বর্তমান পয়েন্ট টেবিলের চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks