(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ ক্রিকেটঃ বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে আম্পায়ারদের কঠোর সমালোচনা করলেন গিলক্রিস্ট!!

বাংলাদেশ ক্রিকেট দল | বাংলাদেশ বনাম পাকিস্তান | অ্যাডাম গিলক্রিস্ট | বাংলাদেশ | সাকিব আল হাসান আউট টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | সাকিব আল হাসান

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আসরে মাত্র দুটি জয়ের দেখা পেয়েছে টাইগাররা। তবে গতকাল (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষের হারের চেয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সাকিব আল হাসানের বিতর্কিত আউটটি নিয়ে। ভুল আম্পায়ারিংয়ের শিকার সাকিবকে নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা সমালোচনা করছেন এমন বিতর্কিত সিদ্ধান্তের। এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

গতকাল অ্যাডিলেডে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে ধারাভাষ্য কক্ষে ছিলেন গিলক্রিস্ট। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাকিবের আউট নিয়ে প্রশ্ন করা গিলক্রিস্ট বলেন, “সাকিবের আউট নিয়ে সন্দেহ আছে। মনে হচ্ছিল বল ব্যাটে টাচ করেছে। আম্পায়ার বিভিন্নভাবে দেখে সিদ্ধান্ত নিয়েছে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে তাকে খুবই হতাশ দেখা গিয়েছে।

বাংলাদেশ দল যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে বলে মন্তব্য করেন গিলক্রিস্ট। তবে গিলক্রিস্ট মনে করেন বাংলাদেশ দলের ধারাবাহিকতার অভাব রয়েছে।

এ সময় তিনি বলেন,” বাংলাদেশ তাদের দিনে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে। সেই সামর্থ্য আছে। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। দূর্ভাগ্যও ছিল দলটার। কারণ বৃষ্টি বাঁধায় পড়তে হয়েছিল। ভারতের বিপক্ষে বৃষ্টি না আসলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। সব মিলিয়ে একেবারে খারাপ করেনি বাংলাদেশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks