মেসি | নেইমার | নেইমার জুনিয়র | কিলিয়ান এমবাপ্পে | পিএসজি | লিগ ওয়ান | পিএসজি বনাম লরিয়েন্ট | ফুটবল নিউজ | লিগ ওয়ান পিএসজি
মেসিবিহীন পিএসজি নেইমার জুনিয়রের কল্যাণে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে প্রায় হোঁচট খেতে বসেছিল। সেখান থেকেও নেইমার জাদুতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে প্রতিপক্ষের মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা। এদিন লরিয়েন্টের বিপক্ষের পিএসজি জিতেছে ২-১ গোলে।
শুরুতেই প্রতিপক্ষ লরিয়েন্টের জালে বল জড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০ বছর বয়সী তরুণ ফরাসি ফুটবলার হুগো একিটিকের থেক প্রতিপক্ষের ডি-বক্সে পাস পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
প্রথমার্ধে আরো বেশ কয়েকটি আক্রমণ চালালেও আর জালের দেখা পায়নি পিএসজি। তবে বিপত্তি বাঁধে দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে নাইজেরিয়ান ফুটবলার টেরেম মফফির গোলে সমতা টানে লরিয়েন্ট। পিএসজির চেষ্টা লিড নেওয়ার।
ম্যাচের প্রায় শেষ মুহুর্তে ৮১তম মিনিটে কর্ণার থেকে নেওয়া নেইমার জুনিয়রের শট হেডে গোলে রূপান্তরিত করেন ড্যানিয়েল পেরেইরা।
এরপর আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।