(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ban vs nz test : অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট মুশফিক। কি ঘটেছিল মাঠে?

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে আজ অদ্ভুত আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম । অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হয়ে ইতিহাসে মুশফিক। এই আইটকে আগে বলা হতো ‘হ্যান্ডলড দা বল’ আউট। বল হাত দিয়ে ধরে প্রতিপক্ষের ফিল্টারদের বাধাগ্রস্ত করলে এই আউট দেয়া হয়। মুশফিকের আউট নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে মিরপুরে মুশফিকুর রহিমকে এমন এক আউটের শিকার হতে হয়েছে যা ক্রিকেট ইতিহাসে অষ্টম বারের মতো ঘটেছে মাঠে। আর বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে প্রথমবারের মতো এমন আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম।

কেইল জেমিসনের ডেলিভারিটি বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাট স্পর্শ করে একটু ডান দিকে সরে গিয়েছিল। এ সময় বলটি স্ট্যাম্পের বেশ বাহিরে ছিল। কিন্তু অবচেতন অবস্থায় মুশফিকুর রহিম বলটিকে হাত দিয়ে ধরে বাধাগ্রস্ত করেছেন পিছনে কিপারের দিকে যাওয়ার ক্ষেত্রে।

সাথে সাথেই আবেদন করে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, আপিল দেখে থার্ড আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্ত। পরে রিপ্লে দেখে থার্ড আম্পায়ার মুশফিকুর রহিম কে ঘোষণা করেন। পরে মুশফিকুর রহিম এরপর ফিরে যান। এর আগে বাংলাদেশে এমন আউট হয়নি কোন ক্রিকেটার।

ধারাভাষ্য বক্সে এসময় ছিলেন তামিম ইকবাল, তিনি বেশ হতাশা প্রকাশ করেছেন সতীর্থ মুশফিকুর রহিমের এমন আউট দেখে। কারন বল স্টাম্পের বেশ বাহিরে ছিল। মুশি বলটি হাত দিয়ে স্পর্শ না করলেই পারতেন, তামিমের বক্তব্য ছিল এমনটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks