(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ban vs nz : বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ২০২৩ / কিউইদের বিপক্ষে বাংলাদেশের জয় ১৫০ রানে

ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টেস্টে হারালো বাংলাদেশ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ টি গড়িয়েছে পঞ্চম দিনে। আর পঞ্চম দিনের নিউজিল্যান্ডকে প্রথম সেশনেই ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাজুল ইসলামের ১০ উইকেট, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি বাংলাদেশের জয়ের ভীত করে দিয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের এটি প্রথম জয়। নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করিয়েছে ৩৩২ রানের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩৩১ রানের বিশাল লিড পাওয়ার পথে, ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে শত রানের ইনিংস। শান্তর সেঞ্চুরি বাংলাদেশকে এগিয়ে দিয়েছে অনেকটা।

শান্তর সেঞ্চুরির পাশাপাশি অর্ধশত রানের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের সামনে টার্গেটটা দাঁড় করিয়েছে ৩৩২ রানের। সেই রান তাড়া করে জিততে পারেনি কিউইরা।

নিজেদের প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ধশিয়ে দেওয়ার পথে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় ইনিংসে তাইজুলের শিকার ৬ উইকেট। সর্বমোট নিউজিল্যান্ড বধে বাংলাদেশের হয়ে দশ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ১২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ আগামী টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই টেস্ট ম্যাচের লক্ষ্য থাকবে বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks