(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2023. IND vs PAK | বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বনাম আরব আমিরারে খেলতে চাই | ICC men’s cricket world cup 2023

Asia Cup 2023. IND vs PAK | বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বনাম আরব আমিরারে খেলতে চাই | ICC men’s cricket world cup 2023 : ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানের না যায়, সে ক্ষেত্রে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি এবার দিলেন করা হুঁশিয়ারি।

চলতি বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হচ্ছে না। এশিয়া কাপের এবারের আসন আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় আর। পাকিস্তান জানিয়েছে ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তাহলে বিশ্বকাপ খেলতে যাবে না তারা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসএসসি) এর সবশেষ সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে, আর এশিয়া কাপের বাকি দলগুলোর ম্যাচ হবে পাকিস্তানে।

তবে পাকিস্তানের এই হাইব্রিড মডেলের এশিয়া কাপের বিরোধিতা করেছে ভারত, বাংলাদেশ ও শ্রীলংকা এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা এবারের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে চায়। যদি ভারত এশিয়া কাপ খেলতে না আসে তাহলে বাংলাদেশের মাটিতেই বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চাই পাকিস্তান। আর ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানের যায় সে ক্ষেত্রে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি নেই তাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি এবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

হাইব্রিড মডেলের এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের বিরোধিতা করায় অবাক হয়েছেন নাজাম শেঠি।

বিসিবির সভাপতি নাজাম শেঠি জানিয়েদিয়েছেন, “ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তান সরকারও তাদের দলকে ভারতে পাঠানোরঅনুমতিদেবেনা।সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলিপাকিস্তান খেলতেচায়বাংলাদেশ অথবাসংযুক্তআরবআমিরাতে” বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে বিবিসির পডকাস্ট ‘স্টাম্পড’-এ এমনটা জানিয়েছে নাজাম শেঠি।

নাজাম শেঠি আরো জানিয়েছেন ভারতকে যদি তাদের সরকার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে না দেয়। সেই ক্ষেত্রে পাকিস্তান সরকারও ভারতে বিশ্বকাপ খেলতে আমাদের যেতে দিবে না। পরিস্থিতি আরো ঘোলাটে হবে। সময় কমে এসেছে তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks