(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2023 News / বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সম্ভবনা দেখছেন ওয়াসিম আকরাম

Asia Cup 2023 News / আগামীকাল ৩০ আগস্ট থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩ এর আসরের। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নেপাল।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলংকার মাটিতে। এদিকে এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের নিজস্ব ভাবনার কথা জানাচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা। এবার সেই তালিকায় নাম তুললেন সাবেক পাকিস্তানে কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি নিজের ভাবনাতে বাংলাদেশকেও রেখেছেন।

ওয়াসিম আকরামের মতে ভারত-পাকিস্তানের মতো এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে পারে বাংলাদেশ-শ্রীলংকাও

এশিয়া কাপের স্পন্সরদের সঙ্গে আলাপ কালে এবারের এশিয়া কাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল কারা ফেভারিট এবং কারা নতুনদের মধ্য থেকে উঠে আসতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম, সেখানে ভারত পাকিস্তানের মতো বাংলাদেশ শ্রীলঙ্কাকেও রেখেছেন তিনি।

এই প্রসঙ্গে ওয়াসিম বলেন, “গতবার আমরা প্রেডিক্ট করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপজ্জনক। যে কেউ নিজেদের দিনে জিততে পারে। ভারত-পাকিস্তান ফাইনাল হলে ক্রিকেট বাণিজ্যের জন্য অনেক লাভজনক ব্যাপার। কিন্তু খেলার মাঠে বাকিরাও তো আছে। তাদেরও বাদ দেওয়া যাবে না।


গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর, কত মানুষ অনুসরণ করে এই ম্যাচ। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks