(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2023 / BAN vs SL | বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের খবর। কেমন হবে বাংলাদেশের একাদশ? জানুন

Asia Cup 2023 / BAN vs SL | আজ শুরু হয়েছে এশিয়া কাপ ২০২৩। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামীকাল। গ্রুপ পর্বের বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে টাইগারদের একাদশ নিয়ে। শ্রীলংকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

একাদশ নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে ক্রিকেট ভক্তরা তামিম ইকবাল ও লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের ওপেনিং প্রিয়ারে পরিবর্তন আসবে সেটা জানা কথা। সবসময় বাংলাদেশের ওপেনিং পজিশনের জন্য তৃতীয় বেটার হিসেবে যুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ। প্রিয়ার তবে অভিজ্ঞতার কথা বিবেচনা করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে এনামুল হক বিজয়কেই রাখবে ওপেনিংয়ে। তার সঙ্গে রাখার সম্ভাবনা রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে।

নিজের ব্যাটিং পজিশন নাজমুল হাসান শান্তর জন্য ছেড়ে দিয়েছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং পজিশন এখন চার নম্বরে তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে ৫ নম্বর পজিশনে তৌহিদ হৃদয়, ৬ নম্বর পজিশনে মুশফিকুর রহিম।

এরপর আসবে বিতর্কিত সাত নম্বর পজিশন যে পজিশন নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা সেখানে আছেন তিনজন শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, আফিফ হোসেন। সবশেষ এমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করা শেখ মেহেদীকেই বিবেচনা করতে পারেন সাকিব আল হাসান। সেই ক্ষেত্রে ৭ নম্বর পজিশনে এই হার্ঢিটারকেই দেখা যেতে পারে। এরপর মেহেদী হাসান মিরা।

কিন্তু দলের সাকিব আল হাসানের মত স্পিনার থাকার পাশাপাশি যদি শেখ মেহেদী কে দলে নেয়া হয় সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের জায়গায় একজন অতিরিক্ত বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাজুম আহমেদকেই বিবেচনা করতে পারেন কোচ হাথুরুসিংহে।

এরপর বাংলাদেশের একাদশে থাকবেন তিনজন পেসার। তারা হলেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, স্কোয়াডে শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব থাকলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks