(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina u23 win 1-0 vs Brazil u23 / ব্রাজিল অনূর্ধ্ব ২৩ দলকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দল

Argentina win 1-0 vs Brazil and qualify to 2024 Olympics. / conmebol pre-olympic tournament 2024. Brazil vs Argentina u23 match / Brazil u23 vs Argentina U23 Match 2024 / Argentina Under-23 football team confirmed the main stage of the Olympic 2014 tournament by defeating arch-rivals Brazil 1-0. চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এক শূন্য গোলে পরাজিত করে অলিম্পিক ২০১৪ আসরের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। ব্রাজিল অনূর্ধ্ব ২৩ বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রি অলিম্পিক টুর্নামেন্ট ২০২৪।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এক শূন্য গোলে পরাজিত করে অলিম্পিক ২০১৪ আসরের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। ব্রাজিল অনূর্ধ্ব ২৩ দল বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দলের ম্যাচটি শেষ হয়েছে ১-০ গোলের মধ্য দিয়ে।

পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের উপর আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দল। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণীয় এগিয়েছিল আর্জেন্টিনা।

যার ফল পড়েছে ম্যাচের ফলে। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮তম মিনিটে জালের দেখা পেয়েছেন আর্জেন্টিনার গুন্দোও। তাতেই জয় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার ।

এর আগে অলিম্পিকের মূল পর্বে যাওয়ার জন্য প্রি অলিম্পিক টুর্নামেন্টের বাছাইয়ের চূড়ান্ত রাউন্ডে নিজেদের প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে কাদের কিনারায় পড়েছিল আর্জেন্টিনা। এখান থেকে ব্রাজিলকে পরাজিত করে মূল পর্বে তারা।

অন্যদিকে ব্রাজিলের সামনে সুযোগ ছিল অলিম্পিকের মূল পর্বে যাওয়ায়, আর্জেন্টিনার বিপক্ষে ড্র কিংবা জিতলে ব্রাজিল চলে যেতে অলিম্পিকের মূল পর্বে। কিন্তু সেটা করতে পারেনি তারা। পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যুবারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks