(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Angel Di Maria on his retirement / আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন দি’মারিয়া

Angel Di Maria on his retirement from Argentina national football team : “I don’t see it possible to be in the Olympic Games, I think it’s over. The Copa América will be the last. It’s the perfect moment to say goodbye to this jersey.” চলতি বছর কোপা আমেরিকা ২০২৪ এর পরেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় বলে দিবেন এঞ্জেল দি’মারিয়া। লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ এবং বন্ধু এঞ্জেল ডি মারিয়া নিজেই দিয়েছেন এমন বার্তা।

২০২৪ অলিম্পিকে খেলার কথা ছিল মেসি এবং ডি’মারিয়ার। এই দুই তারকাকে একসাথে অলিম্পিকের স্কোয়াডে নিতে চাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এবং লিওনেল মেসি ও এঞ্জেল দি’মারিয়াও চাচ্ছে নাকি অলিম্পিকের স্কোয়াডে থাকবে। কিন্তু এই নিয়ে এবার সত্যি প্রকাশ করেছেন।

আর্জেন্টাইন মিডফিল্ডার দি’মারিয়া জানিয়ে দিয়েছেন তিনি অলিম্পিকের স্কোয়াডে থাকতে চেয়েছেন। কিন্তু এটা আসলেই সম্ভব নয়। কোপা আমেরিকায় হতে পারে তার ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট।

কোপা খেলেই আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন এঞ্জেল ডিমারিয়া এর আগেই ২০২২ কাতার বিশ্বকাপের পর এঞ্জেল ডিমারিয়ার অবসর প্রসঙ্গে শোনা গিয়েছিল এমনটা। অলিম্পিক ২০২৪ আসরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তার।

শেষ পর্যন্ত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে এনজেল ডিমারিয়া আর্জেন্টিনা দলকে বিদায় বলার ইঙ্গিত দিয়ে বলেন “আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নেওয়ার বিষয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া: “আমি অলিম্পিক গেমসে থাকা সম্ভব দেখছি না, আমি মনে করি এটি শেষ। কোপা আমেরিকা হবে শেষ। এই জার্সিটিকে বিদায় জানানোর এটিই উপযুক্ত মুহূর্ত।”

Angel Di Maria on his retirement from Argentina national football team : “I don’t see it possible to be in the Olympic Games, I think it’s over. The Copa América will be the last. It’s the perfect moment to say goodbye to this jersey.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks