(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Alvarez on Real madrid or Barcelona in the future: রিয়াল না বার্সা? কোথায় যেতে চান আলভারেজ?

Julian Alvarez on Real madrid or Barcelona in the future: ভবিষ্যতে বার্সেলোনা না রিয়েল মাদ্রিদ কোথায় যাবেন আলভারেজ? এমন প্রশ্ন করা হয়েছিল আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজের কাছে, সেই প্রশ্নের উত্তরের সোজা সাপটা উত্তর দিয়েছেন তরুণ এই আর্জেন্টাইন।

লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা নাকি পর্তুগিজ মহাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়েল মাদ্রিদ? কোনটাকে পছন্দ করেন কিংবা ভবিষ্যতে সুযোগ এতে কোন ক্লাব কে বেছে নিবেন?

এই প্রশ্নের উত্তরে, ভবিষ্যতে রিয়াল বা বার্সা সম্পর্কে জুলিয়ান আলভারেজ: “সত্যি হচ্ছে আমি ম্যানচেস্টার সিটিতে খুব খুশি। আমি এক বছরেরও বেশি সময় ধরে ক্লাবে আছি। আমরা যা অর্জন করেছি তাতে আমি খুব খুশি”।

“এখন আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা এবং তাদের আবার জয় করার চেষ্টা করা!” সম্প্রতি সময়ে তরুণ এই ফুটবলার বিশ্ব ফুটবলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। ফুটবল মাঠে তো দারুন নৈপুণ্যে মুগ্ধ কোট ভক্ত।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন জুনিয়র আলভারেজ জাতীয়তারা ২৮ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তরুণ এই ফরোয়ার্ড। অন্যদিকে ক্লাব ফুটবলে এখন পর্যন্ত তার ক্যারিয়ারের ১৯৭ ম্যাচ খেলে ৮১ গোল ৪৫টি অ্যাসিস্ট করেছেন সব শেষ ম্যাচ পর্যন্ত।

সবশেষ ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ম্যানচেস্টার সিটি ৪-০ গোলের জয়ের দিন ফ্লুমিনেন্সের বিপক্ষে স্মৃতিকে একাই জিতিয়েছেন জুলিয়ান আলভারেজ। সেই ম্যাচের জোড়া গোল করেছেন তরুণি আর্জেন্টাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks