(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৩ ফরমেটে বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত, এলো যে দুই নতুন নির্বাচক, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম

Najmul Hossain Shanto has been appointed Bangladesh men’s captain for all three formats. His appointment as T20I skipper comes as a surprise, with Shakib Al Hasan previously expected to lead them until the T20 World Cup in June.

Shakib’s captaincy chapter has come to an end. In his place, Nazmul Hossain Shanto is the captain of this three-format cricket team of Bangladesh. This announcement was made by Bangladesh Cricket Board President Youth and Sports Minister Nazmul Hasan Papon after the meeting of Bangladesh Cricket Board. Meanwhile, several other decisions have been made and changes have been made in the central agreement. Tamim Iqbal’s name is not in the new central contract announced by BCB

সাকিবের অধিনায়কত্বের অধ্যায়ের ইতি ঘটলো। তার জায়গাতে ক্রিকেটের তিন ফরমেট এই বাংলাদেশ দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং এরপর এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এদিকে এসেছে আরো বেশ কিছু সিদ্ধান্ত কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে পরিবর্তন।

বিসিবির ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম ইকবালের নাম। কিন্তু আশ্চর্যজনকভাবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচিত পথ থেকে সরিয়ে দেয়া হয়েছে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে। এই দুইজনের জায়গায় নতুন নির্বাচন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশার সুমনের জায়গায় যাকে ঘোষণা করা হয়েছে তিনি হলেন হান্নান সরকার।

অন্যদিকে প্রধান নির্বাচক হিসেবে দেখা যাবে গাজী আশরাফ লিপুকে! গোটা ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৭ ম্যাচ খেলে ৫৯ রান আর ২ উইকেট নিয়ে তিনি এখন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks