(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Psg vs Marseille | Lionel Messi | দূর্ভাগ্য মেসির | নেইমার – এমবাপ্পে জাদুতে পিএসজির জয়!

A total of six goals were scored throughout the match. All three of which have been canceled. PSG scored two of the three goals and Marseille scored the other. One of the two goals scored by PSG was scored by Lionel Messi and the other by Killian Mbappe from Messi’s assist.

পুরো ম্যাচ জুড়ে হয়েছে মোট ছয় গোল। যার তিনটিই চলে গিয়েছে বাতিলের খাতায়। বাতিল তিন গোলের মধ্যে দুটি করে পিএসজি এবং অন্যটি করে মার্সেই। পিএসজির করা সেই বাতিল দুই গোলের একটি করেন লিওনেল মেসি এবং অপরটি মেসির অ্যাসিস্ট থেকে করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভাগ্য হয়তো নেই মেসির সঙ্গে। আর তাইতো সেই দুই গোলই রেফারির অফসাইডের বাঁশিতে হয়ে যায় বাতিল। তবে শেষ পর্যন্ত নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের গোলের সুবাধে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে লিগ ওয়ানের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

এদিন ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইকে ২-১ গোলে উড়িয়ে দিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

শেষ পর্যন্ত হারের মুখ দেখলেও এদিন পিএসজির সঙ্গে সমানে সমান টক্কর দিয়েছে মার্সেই। ম্যাচের শুরু থেকেই পিএসজির উপর চাপ সৃষ্টি করতে থাকে তারা। তবে ম্যাচের ১২তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। মার্কো ভেরাত্তির মাঝমাঠ থেকে উড়িয়ে দেওয়া বল ডি বক্সে পেয়ে সুক্ষ্ণভাবে গোলে পরিণত করেন নেইমার জুনিয়র। যার ফলে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩১তম মিনিটে কর্ণার থেকে আসা বল ক্লিয়ারেন্স দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে পিএসজির ডিফেন্ডাররা। সেই সুযোগে গোল করে দলকে সমতায় ফেরান চেলেতা কার।

৪১তম মিনিটে দলকে লিড এনে দিতে পারতেন মেসি। তবে তার করা গোলটি অফসাইড বলে ঘোষণা করে রেফারি। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের ডি বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে তা হ্যান্ডবলে পরিণত করে মার্সেইয়ের ডিফেন্ডার রঞ্জিয়ার্স। যার ফলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকে সফল স্পটকিকে গোল করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

২-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করা পিএসজি আরো এক গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে মেসির করা অ্যাসিস্ট থেকে গোল করেন এমবাপ্পে। তবে সেই গোলও বাতিল হয় অফসাইডের কারণে। এর কিছুক্ষন পর ৮৬তম মিনিটে দিম্রিতি পায়েতের ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান সালিবা। প্রথমে গোল দিলেও পরে সেই গোলটিও অফসাইডের কারণে বাতিল করে রেফারি। যার ফলে বাকি সময়ে এই লিড ধরে রেখে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।

৩২ ম্যাচে ২৩ জয় ৫ ড্র এবং ৪ হারে পিএসজির পয়েন্ট ৭৪। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks