(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি ট্রান্সফার ২০২৩ : মেসিকে বার্সালোনাতে ফেরালে হিতে বিপরীত হবে – জেরার্ড পিকে!

ট্রান্সফার নিউজ, ফুটবল ট্রান্সফার নিউজ ২০২৩, বার্সালোনা, জেরার্ড পিকে বার্সালোনা, লিওনেল মেসি ট্রান্সফার ২০২৩ : মেসিকে বার্সালোনাতে ফেরালে হিতে বিপরীত হবে – জেরার্ড পিকে!

কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরানো বিষয়ে কাতালান ক্লাবটিকে সতর্ক করলেন জেরার্দ পিকে। পিএসজি তারকাকে জোর করে ফেরানোর ফলাফল ভালো নাও হতে পারে এমনটাই বললেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার। অথচ ২০২১ সালে মেসির ইচ্ছার বিরুদ্ধে তাকে আর্থিক দৈন্যতার বাহানা দিয়ে ছাড়তে বাধ্য করে বার্সেলোনা।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজির সাথে চুক্তিতে যোগ দেন মেসি। পিএসজির সাথে সেই চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হওয়ায় মেসির চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তায় শুরু হয়েছে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন। তাই মেসি বার্সেলোনায় ফেরার বিষয়টি সবার মুখে।এছাড়াও আরো বিভিন্ন ক্লাব আগ্রহ প্রকাশ করেছে।

বার্সেলোনায় আবার মেসিকে দেখতে চাইলে সব পক্ষের সম্মতিতেই হয় এমনতাই চাওয়া পিকের।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, মেসিকে ফেরাতে হলে সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।

“সে (মেসি) ইউস্তেকে চেনে এবং তিনি দারুণ মানুষ, যিনি সবসময় আপনি যা শুনতে চান তাই বলবে। তবে পরিস্থিতিকে বাধ্য করা বিপরীতমুখী হতে পারে। বিষয়গুলো স্বাভাবিকভাবে হতে হবে। এটা যদি হওয়ায় মতো হয়, তাহলে তা হবেই। উভয় পক্ষের ইচ্ছা থাকলে ফুটবলে একটা মিশন সবসময় সফল হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks