(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi Neymar Mbappe PSG | মেসি নেইমার এমবাপ্পে : মেসি নেইমারের গোলে কোন সহায়তা নেই এমবাপ্পের | খেলার খবর |

Messi Neymar Mbappe PSG : বর্তমান সময়ে ফুটবল সবচেয়ে ভয়ংকর দল এবং আক্রমনভাগ কাদের বলা হয়। এমন প্রশ্ন আসলে সবার আগে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের নাম আসবে। তবে মৌসুমের শুরু থেকেই তাদের মধ্যে বিবাদের গুঞ্জন শোনা যায়।
নেইমার -এমবাপ্পের ঝগড়া ছড়িয়েছে গোটা বিশ্বে। এমবাপ্পে নাকি বলেছিলেন, পিএসজির সঙ্গে নতুন চুক্তির শর্ত হিসেবে নেইমারকে ক্লাব ছেড়ে দিতে।

বর্তমান মৌসুমের শুরু থেকেই এমবাপ্পেকে নিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। এমনকি যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে। এমবাপ্পেকে ‘লোভী’ ও ‘স্বার্থপর’ বলেও মন্তব্য করেছেন অনেকেই।এর আসল কারন মাঠে নেইমার -মেসিকে বল পাস না দেওয়া। নিজে একাই গোল করতে চান শুধু।

মেসি-নেইমারের সঙ্গে দূরত্ব যেমন মাঠের বাহিরে তেমনি মাঠেও তা দেখা গেছে। এমবাপ্পেই এর জন্য পুরোপুরি দায়ী। কারন তার এবারের মৌসুমে সে ৯ ম্যাচ খেলে ১০ গোল করে কিন্তু কোনো গোলে সহায়তা নেইনি সতীর্থদের।

এমবাপ্পের এই খেলা দেখে সমালোচনার মুখে পড়েছেন তিনি। টুইটারে অনেকে লিখেছেন,এটা পাগলামি। দুর্দান্ত একটি ত্রয়ীকে নষ্ট করছেন এমবাপ্পে।নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সমস্যা আছে। এমবাপ্পে অনেক লোভী , সে একা গোল করতে চায় কাউকে পাস ও দেয়না সে।

পিএসজিতে এমবাপ্পে মূলত স্ট্রাইকার, যাঁর কাজই হচ্ছে গোল করা। মেসি ও নেইমাররা শুধু ভূমিকা পালন করেন। মাঠের এমন অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। যা নিয়ে তোলপাড় চলছে পুরো সামাজিকমাধ্যগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks