(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi And Ramos Last Match at psg today : আজ পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি ও রামোস।

Messi And Ramos Last Match at psg today : আজ পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি ও রামোস। কি হবে পিএসজির? কোথায় গিয়ে ঠেকবে তাদের জনপ্রিয়তা, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকাদের দলে বেরিয়ে বিশ্বকাপ ফুটবলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল ফরাসি ক্লাবটি। messi ramos psg

নেইমার জুনিয়রকে দলে ভিরিয়ে ইউরোপীয় ফুটবলে আলোচনায় এসেছিল পিএসজি। ২০১৭ সালের দলবদলে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে বেরিয়ে প্রথমবারের মতো উত্থান ঘটে ফরাসি দলটির।

এরপর গত ২০২১ সালের দলবদলে পিএসজি দলে ভিরিয়েছে লিওনেল মেসি ও সার্জিও রামোসকে। মাঠের ফুটবলে কাঙ্খিত সফলতা না পেলেও, ব্র্যান্ড ভ্যালু বেড়েছিল পিএসজির। বিশ্ব ফুটবলে জনপ্রিয় ক্লাবগুলোর একটিতে পরিণত হয়েছিল ফরাসি ক্লাবটি। তবে সেই অধ্যায়ের এবার সমাপ্তি ঘটেছে।

গ্রীষ্মকালীন দল বদলে একসঙ্গে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, সার্জিও রামোসকে ছেড়ে দিতে হচ্ছে পিএসজির, আজ পিএসজি মাঠে নামছে ক্লেরমোন্ট ফটের বিপক্ষে। আর এই ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসি ও সার্জিও রামোসের শেষ ম্যাচ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন রামোস। ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে দলে নিতে পারবে আগ্রহী ক্লাব। এছাড়াও এই ম্যাচটি লিওনেল মেসিরও পিএসজির জার্সিতে শেষ ম্যাচে, তা পিএসজি কোচই জানিয়েছে।

আজ লীগ ওয়ানের ম্যাচে একসঙ্গে লিওনেল মেসি ও সার্জিও রামোস একসাথে বিদায় জানাবে পিএসজিকে। এরপর চলতি গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে বিক্রি করে দিবে পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে দলে পেতে আগ্রহী চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে গ্রীষ্মেই নেইমার ছাড়বেন পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks