(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিটন-সাকিব : সাকিব-লিটন হতে পারতো ব্যর্থ গুরবাজ, রাসেল ও নারিনের যোগ্য বিকল্প!!

কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০২৩, লিটন-সাকিব : সাকিব-লিটন হতে পারতো ব্যর্থ গুরবাজ, রাসেল ও নারিনের যোগ্য বিকল্প!!

বেহাল দশা কলকাতা নাইট রাইডার্সের। আসরের প্রথম ম্যাচে হার। এরপর জয়ের ধারায় ফিরলেও নিজেদের ভুলে একের পর এক হারের মুখ দেখতে হচ্ছে দলটিকে। টি-টোয়েন্টি অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের বসিয়ে রেখে একাদশে মাত্র তিন বিদেশি ক্রিকেটারদেরই উপরই বার বার ভরসা করে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না কেকেআর।

এদিকে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে নিজের নাম আগেই প্রত্যাহার করেছিলেন সাকিব আল হাসান। দুই পক্ষের সম্মতিতেই সরে দাঁড়িয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা। শুধুমাত্র বাংলাদেশ থেকে বর্তমানে কলকাতা দলে আছেন লিটন দাস।

কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ থেকেই একাদশে রেখেছে রহমানুল্লাহ গুরবাজ, অ্যান্দ্রে রাসেল ও সুনিল নারিনকে। তবে একের পর এক ব্যর্থ পারফরম্যান্স দিয়ে আসছে এই তিন বিদেশি তারকা।

গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ টানা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। মাত্র এক ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নিলেও সেটি ছিল ধীর গতির।

এদিকে গুরবাজের জায়গায় লিটন দাস অভিজ্ঞ ওপেনার হিসেবে দলে ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে দারুণ সব পারফরম্যান্স দিয়েছেন লিটন। নিজের সেরা ছন্দে থাকা লিটন ওপেনিংয়ের হাল ধরলে কেকেআর পেতে পারতো বড় সুবিধা।

এদিকে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসানের অভাবও হাড়ে হাড়ে টের পাচ্ছে কেকেআর। এক সাকিব আল হাসান পূরণ করে দিতে পারতো অ্যান্দ্রে রাসেল ও সুনিল নারিনের অভাব।

ব্যাট হাতে রাসেলের পরিবর্তে কলকাতার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের হাল ধরার ক্ষেত্রে সাকিবের চেয়ে আর অভিজ্ঞ কেই বা হতে পারে। অন্যদিকে বল হাতেও নারিনের পরিবর্তে দলের প্রয়োজনে ব্রেক থ্রু এনে দিতে পারতো সাকিব আল হাসান। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে সাকিব কতটা কার্যকারী তা সবারই জানা।

লিটন-সাকিবের অভাব যে কতটা অপূরনীয় তা হয়তো কলকাতা নাইট রাইডার্স এতোদিনে বুঝেই গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks