(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কলকাতা বনাম মুম্বাই : অভিষেক হচ্ছে লিটনের! বাদ যাচ্ছে ব্যর্থ গুরবাজ!

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০২৩, কলকাতা বনাম মুম্বাই : অভিষেক হচ্ছে লিটনের! বাদ যাচ্ছে ব্যর্থ গুরবাজ!

আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচ এটি। নিজেদের খেলা চার ম্যাচের মধ্যে ২ ম্যাচে হার এবং ২ ম্যাচে জয় পেয়েছে দলটি।

কলকাতা সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শোচনীয় হার দিয়ে শেষ করেছিল ম্যাচ। যার মূল কার‍ণ ছিল দলের ব্যাটিং বিপর্যয় ও ওপেনিংয়ে ব্যর্থতা। শুরু থেকে এ পর্যন্ত কলকাতা নির্দিষ্ট কোনো ওপেনিং জুটিতে থিতু হতে পারেনি। একপাশে রহমানুল্লাহ গুরবাজকে চার ম্যাচেই রেখেছে কেকেআর। তবে অন্য পাশের ওপেনিং ব্যাটার বার বার বদলেছে দলটি।

এদিকে রহমানুল্লাহ গুরবাজকে চার ম্যাচেই ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হলেও তিনিও ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। মাত্র এক ম্যাচে পেয়েছিলেন অর্ধশতকের দেখা যা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মোটেও উপযোগী ছিল না। এছাড়াও সবশেষ ম্যাচে লিটনকে বসিয়ে রেখে খেলানো হয়েছিল সেই গুরবাজকেই। সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া পাহাড়সম রান টপকাতে গিয়ে ওপেনিংয়েই ডাক মেরে দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে আউট হয়ে যান গুরবাজ। যার ফলে এবার টনক নড়েছে কলকাতার।

মুম্বাইয়ের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন আনতে চলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এবার গুরবাজের পরিবর্তে ওপেনিংয়ে লিটন দাসকেই খেলাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের।

এছাড়াও ওপেনিংয়ে নারায়ন জাগদেশানের পরিবর্তে দেখা যাবে জেসন রয়কে। সে ক্ষেত্রে চারজন বিদেশি তারকা খেলাবে দলটি। তারা হলেন – লিটন কুমার দাস, জেসন রয়, আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks