(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি ট্রান্সফার : মেসির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না পিএসজি!

লিওনেল মেসি নিষিদ্ধ পিএসজি, লিওনেল মেসি সৌদি সফর, লিওনেল মেসি ট্রান্সফার : মেসির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না পিএসজি!

ক্লাবকে অবগত না করে সৌদি আরব সফরে যাওয়ার কারণে লিওনেল মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। দুই সপ্তাহের জন্য বিনা বেতনের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন আর্জেন্টাইন তারকা। তবে এবার নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হয়নি ফরাসি ক্লাবটি। খবর শোনা যাচ্ছে লিওনেল মেসির এমন কান্ডের জন্য নাকি তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না পিএসজি। এমন খবরই দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

গত রবিবার (৩০ এপ্রিল) লরিয়েন্টের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচের পর কোচ ক্রিস্তোফ গালতিয়ের ও ক্লাবটির ক্রিড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে চলে যান লিওনেল মেসি। তাতেই চটেছে ক্লাবটি। এবার মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পিএসজির চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তটিও উঠে এসেছে গণমাধ্যমে।

বার্তা সংস্থা রয়টার্স ফরাসি গণমাধ্যম লে’কিপের বরাত দিয়ে এ প্রসঙ্গে জানিয়েছে, ক্লাবের নিয়ম না মেনে সৌদি আরব যাওয়ায় মেসির সঙ্গে আর চুক্তি করবে না পিএসজি। একই সঙ্গে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও বেতনবিহীন থাকতে হবে।

এমন নিষেধাজ্ঞার ফলে এই দুই সপ্তাহে লিগ ওয়ানে ট্রয়েস ও অ্যাজাসিওর বিপক্ষের ম্যাচে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। আগামী ২১ মে অঁজের বিপক্ষের ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামতে পারবেন মেসি।

২০২১ সালে বার্সালোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। যেই চুক্তিতে একটি ‘ঐচ্ছিক’ ধারা ছিল। যেখানে বলা হয়েছিল তৃতীয় বছরেও পিএসজিতে থাকতে পারবেন লিওনেল মেসি। তবে মেসির সৌদি সফরের কারণে সেই ‘ঐচ্ছিক’ ধারা থেকে সরে এসেছে ফরাসি জায়ান্টরা।

লিওনেল মেসির হঠাৎ সৌদি ভ্রমনের কারণে চাঞ্চল্য ছড়িয়েছে তার দলবদকে। আল-হিলালের সঙ্গে চুক্তির বিষয়ে কথা-বার্তা চালিয়ে যেতেই কি সৌদিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এমন প্রশ্ন ছিল সবার মনে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সৌদির পর্যটন দূত হিসেবে এ সফরে গিয়েছেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks