(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

If the contract with Messi is renewed, PSG will be in danger : মেসিকে ছেড়ে না দিলে বিপদে পড়বে পিএসজি!

If the contract with Messi is renewed, PSG will be in danger : মেসিকে ছেড়ে না দিলে বিপদে পড়বে পিএসজি!

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের নাটক যেনো শেষই হচ্ছে না। আদৌ কি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি নাকি পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যমগুলোতে। এরই মাঝে এবার মেসিকে ছেড়ে দিতে পিএসজিকে পরামর্শ দিলেন পিএসজির সাবেক উইঙ্গার জেরেমি রথেন।

মেসিকে ধরে রাখলে ভবিষ্যতে বিপদে পড়বে ফরাসি জায়ান্টরা। এমন সব বিষয়ে পিএসজিকে সতর্ক করছে অনেকে। এবার সেই দলে যোগ দিলেন রথেন।

এ প্রসঙ্গে জেরেমি রথেন বলেন, পিএসজি তার (মেসি) মোটা টাকা বেতনের কার‍ণে এরই মধ্যে ফিন্যান্সিয়াল ফেয়ারপ্লে রুলসে আটকে আছে। মেসিকে এবার ছেড়ে না দিলে তারা (পিএসজি) আরো বড় বিপদে পড়বে।

মেসির সঙ্গে যদি পিএসজি চুক্তি নবায়ন করা থেকে বিরত থাকে তাহলে নেইমার-এমবাপ্পের সঙ্গে দলে নতুন এক খেলোয়াড় নিয়ে একটা নতুন সামঞ্জস্য করতে পারবে।

মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করলে যেসব সুবিধা পাবে নাসের আল খেলাইফির দলটির তা হলো:-

  • বেতন বাবদ খরচ কম হবে।
  • তরুণ খেলোয়াড়দের দলে টানা যাবে এবং ভবিষ্যতের পরিকল্পনার যা ভালো ইঙ্গিত।
  • নেইমার-এমবাপ্পের বেতনের চাহিদা পূরণ করা সহজ হবে।

এমন সব বিষয় চিন্তা করলে এবং পিএসজির সাবেক এই উইঙ্গারের পরামর্শ যদি গুরুত্বপূর্ণ দেয় ফরাসি জায়ান্টরা তাহলে মেসির সঙ্গে হয়তো আর চুক্তি নবায়ন করবে না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks