(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অদ্ভুত অজুহাত দিয়ে আর্জেন্টিনার বাংলাদেশ সফর বাতিল করল বাফুফে!!

আর্জেন্টিনা বনাম বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), অদ্ভুত অজুহাত দিয়ে আর্জেন্টিনার বাংলাদেশ সফর বাতিল করল বাফুফে!!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুনে বাংলাদেশে আসছে না এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মাঠ সমস্যার কারণে
মেসি-ডি মারিয়াদের বাংলাদেশে আনতে পারবে বাফুফে। ম্যাচটি মূলত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেটির সংস্কার কাজ এখনও শেষ হয় নি।

আর্জেনটিনাকে আনতে না পেরে সকলের দৃষ্টি আকর্ষণ করে সালাউদ্দিন জানালেন তার ‘কপাল খারাপ’।মাঠ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় না করে দিতে হয়েছে তাদেরকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে এ নিয়ে অনেক সমালোচনায় পড়তে হয়েছে।

এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান,“বিষয়টা ভেরি সিম্পল, যখন আর্জেন্টিনার সাথে আমাদের চুক্তি চূড়ান্ত হলো, কিন্তু আমরা দেখলাম আমাদের মাঠে প্রস্তুত হচ্ছে না, তখন আমরা একটা চিঠি দিয়ে জানতে চেয়েছি-মাঠ কি প্রস্তুত হবে? কী পরিস্থিতি? যেহেতু এর আগে কাগজ-কলম ছাড়াই আলাপ চলছিল, কিন্তু মন্ত্রণালয় জানাল, মাঠ সামনের বছরের আগে প্রস্তুত হবে না। তখন আমরা আর্জেন্টিনার সঙ্গে চুক্তিটা বাতিল করলাম।”

বাফুফে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চেয়েছিল । তবে বিষয়টি নিয়ে গুঞ্জন ছিল কারন আর্জেন্টিনার এক গণমাধ্যমকর্মী জানিয়েছিলেন, দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা না হওয়ার কথা। তবে তা উড়িয়ে সালাউদ্দিন জানালেন, আর্জেন্টিনার আগ্রহে কমতি ছিল না। শুধু মাঠ সমস্যায় ভেস্তে গেছে এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks