(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

World cup live streaming tv channel : বাংলাদেশের কোন চ্যানেলে লাইভ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২২ | বিশ্বকাপ ২০২২ | খেলার খবর

FIFA World Cup 2022 Qatar : World Cup Live Tv Channel in india. World cup live streaming. World cup fixtures 2022. World cup schedule 2022. World cup groups 2022

কাতার বিশ্বকাপ এবার সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টি-স্পোর্টস ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে। দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টি স্পোর্টস ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপ ফুটবলের স্বত্ব কিনে নিয়েছে।তাই তো এবার বাংলাদেশের চ্যানেল এ দেখা যাবে বিশ্বকাপের সকল খেলা।

ফিফা বিশ্বকাপের ২২তম আসর ২০ নভেম্বর কাতারে শুরু হবে। কাতারে বিশ্বকাপ হওয়াতে বাংলাদেশের সাথে সময় দারুণ হয়েছে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টায়। প্রত্যেকটা খেলা সরাসরি দেখা যাবে বাংলাদেশি চ্যানেল টি – স্পোর্টসএ। টি স্পোর্টস বিশ্বকাপকেন্দ্রিক টিভি শোগুলো তুলে ধরবে ফিফা বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের পাশাপাশি একধরণের বৈচিত্র্য আনবে চ্যানেলটি।

লাটিন -ইউরোপ বড় বড় সাবেক খেলোয়াড়রা থাকবেন এই “শো” তে। তাই তো টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমাদের ভাবনা এবার একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অনুষ্ঠান নির্মাণ করতে চাই আমরা। সেভাবেই সব পরিকল্পনা হয়েছে। আশা করি, টি স্পোর্টসের দর্শকরা গর্ব করার মতো অনুষ্ঠান পাবে।

বিশ্বকাপের সব খবর সাজানো হবে ওয়ার্ল্ড কাপ বুলেটিন ‘শো’ এ। টি স্পোর্টসের ফুটবল বিটের কর্মীরা কাতারে সার্বক্ষণিক যুক্ত থেকে ম্যাচগুলোর প্রিভিউ আর ম্যাচের বিশ্লেষণ করবেন।তাই তো সেখানে পাঠানো হবে পূর্ণাঙ্গ প্রডাকশন টিম। কোনো কমতি রাখতে চাইছেন না চ্যানেলের কর্মকর্তারা। এ বিষয়ে ইশতিয়াক সাদেক বলেন, ‘বিশ্বকাপ তো আমার দৃষ্টিতে পুরো পৃথিবীর জন্যই ফেস্টিভাল।

গোটা দুনিয়ার মানুষ সব ধরনের বৈষম্য ভুলে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উদযাপন করে। টি স্পোর্টসের পর্দায় সম্ভাব্য সব কিছু আমরা তুলে ধরতে চাই। সে জন্য গত কয়েক মাস ধরেই আমরা পরিকল্পনা করছি। আশা করি দারুণ কিছু হবে।

বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল হিসেবে জন্মলগ্ন থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন ইভেন্ট সম্প্রচার করে আসছে। ২০২২ ফিফা বিশ্বকাপ টি স্পোর্টসের সাফল্যের ডানায় যোগ করবে নতুন পালক।

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য টি স্পোর্টস বাংলাদেশ-নেপাল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে ২০২০ সালের নভেম্বরে পথচলা শুরু করে। সেখান থেকেই এতদূর পথচলা বিশ্বের কাছে। এবার ফুটবলের বিশ্ব আসর ফিফা সরাসরি সম্প্রচার করে চমক দেখিয়ে দিতে চায় চ্যানেলটি।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান জানান, ‘দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে শুরু থেকেই আমরা ক্রীড়া বিশ্বের সব আলোচিত ইভেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়ে আসছি। ফিফা বিশ্বকাপ হলো ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ফুটবল ও ফিফা বিশ্বকাপের প্রতি এ দেশের মানুষের আবেগ বরাবরই আলাদা। সে কারণে ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব পেতে আমরা আলোচনা চালিয়ে গেছি। ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ তাঁরা টি স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে।’এত বড় পরিকল্পনা সফলের দুয়ারে নিয়ে যাবে টি-স্পোর্টস চ্যানেলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks