World Cup : Argentina vs Mexico |আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনার একাদশে ৪ পরিবর্তন | ফুটবল বিশ্বকাপ ২০২২
সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। এমন হারের পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে একাদশে পরিবর্তন ঘটাতে চলেছে কোচ লিওনেল স্কালোনি।
মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরা ম্যাচে তিন পরিবর্তন ঘটাতে চলেছে আর্জেন্টাইন কোচ। এমন খবরই দিয়েছে সংবাদমাধ্যম দিয়ারিও ওলে।
আর্জেন্টিনার ডিফেন্সে ছন্দ হারানো ক্রিশ্চিয়ান রোমেরোকে এবার একাদশের বাহিরে রাখতে চলেছে স্কালোনি। তার পরিবর্তে শুরুর একাদশে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজকে। অন্যদিকে মিডফিল্ডে আলেহান্দ্রো পাপু গোমেজের পরিবর্তে একাদশে দেখা যাবে এঞ্জো ফার্নান্দেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে।
অন্যদিকে ডিফেন্সে নাহুয়েল মলিনা কিংবা নিকোলাস ট্যাগলিয়াফিকো এই দুজনের একজনকে বেঞ্চে বসতে হবে। তার জায়গায় শুরু একাদশে থাকবেন মার্কুস আকুনা কিংবা গঞ্জালো মন্টিয়েল।
এই তিন পরিবর্তন নিয়ে মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।