ফ্রান্স দলে চোটের কারনে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এমবাপ্পের সতীর্থ বুবাকার কামারার। এবার হাঁটুর চোটের কারনে মিডফিল্ডার বুবাকার কামারার বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনাই নেই এমনটাই জানিয়েছেন কোচ স্টিভেন জেরার্ড।
কামারার অভিষেক হয় উয়েফা নেশন্স লিগে জাতীয় দলে। তখন তিন ম্যাচ খেলেন। তারপর আর খেলাই হয়নি তার। সাউথ্যাম্পটনের বিপক্ষে
ম্যাচে চোটঁ পান কামারা।ঘটনাটি ঘটে চলতি মাসেই। ইউনাইটেডের বিপক্ষে রোববার খেলবে ভিলা। কিন্তু জেরার্ড জানান, বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারবেন না কামারা।
কোচ জেরার্ড জানান,“দুর্ভাগ্যবশত বিশ্বকাপ পর্যন্ত কামারা মাঠের বাইরে থাকবে, যা অনেক বড় ধাক্কা।”ভিলার হয়ে ৮ ম্যাচ খেলেন কামারা। দুর্দান্ত ফর্মে থাকা কামারা আশা জাগিয়েছিল এমবাপ্পের সাথে তাল মিলিয়ে গোল করবেন।
২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে ফ্রান্স। তাদের দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া। ডি’ গ্রুপের হয়ে লড়বে তারা। চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাড়িঁয়েছে বিশ্বকাপে কামারাকে হারানো। আবার মিডফিল্ডার পল পগবারও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমবাপ্পের দলে এক জোটঁ চোটের ধাক্কা বিশ্বকাপের আগেই।