(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Wisden’s spell of the year Ebadat Hossain : উইজডেনের বর্ষসেরা নির্বাচিত এবাদত হোসেনের স্পেল!

Wisden’s spell of the year Ebadat Hossain : উইজডেনের বর্ষসেরা নির্বাচিত এবাদত হোসেনের স্পেল!

২০২২ সালে বাংলাদেশ টেস্ট দলে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। যার নেপথ্যে ছিল পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। এবাদত হোসেনের ইতিহাস গড়া সেই বোলিং স্পেল এবার স্থান পেয়েছে অনন্য উচ্চতায়।

বছরের প্রথমে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। প্রথম ইনিংসে এবাদত পেয়েছিলেন এক উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ রানের বিপরীতে বাংলাদেশ করেছিল ৪৫৮ রান।

দ্বিতীয় ইনিংসে কিউইদের চোখে ধুলো দিয়ে টানা ৬ উইকেট তুলে নেন এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

মাত্র ৪০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় নিয়ে ইতিহাস গড়ে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এবাদত হোসেনের ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া সেই বোলিং স্পেলটি এবার স্থান পেয়েছে উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেলে। উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেলে প্রথম স্থান দখল করেছে এবাদত হোসেন। ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে দূর্দান্ত স্পেলে ৬ উইকেট নিয়ে উইজডেনে বর্ষসেরা স্পেলে প্রথম স্থান দখল করেছে এবাদত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks