(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel Messi | PSG Numer 10 Jersey | মেসির ১০ নাম্বার জার্সি পরার পেছনের আসল কারণ জানুন!!

PSG had to withdraw from the tournament after losing 5-6 to Nice in the last 16 match of the French Cup yesterday.

গতকাল ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচে নিসের বিপক্ষে ট্রাইবেকারে ৫-৬ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। এই ম্যাচে প্রথমবারের মতো পিএসজির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।

বার্সালোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর ১০ নম্বর জার্সিটিও যেন ছেড়ে দিয়ে এসেছিলেন মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পর ইতিহাস গড়া ১০ নম্বর জার্সি নেওয়ার সুযোগ থাকলেও ৩০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছিলেন লিওনেল মেসি। তবে এবার প্রথমবারের মতো পিএসজিতে জার্সির পেছনে ১০ নম্বর নিয়ে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু কেন? এমন প্রশ্নই ঘুরপাক খেতে পারে ফুটবল ভক্ত-সমর্থকদের মাঝে।

মেসি ১০ নম্বর জার্সি পড়েছেন মূলত ফ্রেঞ্চ কাপের নিয়ম মানার উদ্দেশ্যে। ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচ গুলোতে যেকোনো দলের শুরুর একাদশের ১১ জন খেলোয়াড়ের জার্সি নাম্বার হতে হবে ১-১১ পর্যন্ত। নেইমার জুনিয়রের ইঞ্জুরির কারণে ১০ নাম্বার জার্সি পড়তে হয়েছে লিওনেল মেসিকে। এই কারণেই প্রথমবারের মতো পিএসজিতে ১০ নাম্বার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks