(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Who is the new coach of Brazil? | ব্রাজিলের নতুন কোচ কে? তালিকায় আছে যে ৪ জন।

Who is the new coach of Brazil? | ব্রাজিলের নতুন কোচ কে? তালিকায় আছে যে ৪ জন।

ব্রাজিল দল কোয়ার্টার ফাইনালে কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পরই দলটির কোচ তিতে দায়িত্ব ছাড়েন। ব্রাজিল কমিটি নতুন কোচ খুঁজতে শুরু করে। আলোচনায় নাম উঠে এসেছে অনেকের। তবে ব্রাজিলিয়ান ফুটবলে স্থানীয় কোচ নিয়োগ দেওয়ার একটা প্রথা আছে। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের কিছু গোপন তথ্য শুনে হতাশ ব্রাজিলের সমর্থকরা।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতীয় দলের কোচ নিয়োগে চারজনের তালিকা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। চারজনকে কোচ নিয়োগ প্রক্রিয়ায় প্রাধান্য দেওয়া হবে। তবে তাঁদের কেউ ব্রাজিলিয়ান নন। চারজনই ইউরোপিয়ান। নামিদামি কোচের নাম উঠে এসেছে এ তালিকায়।

Who is the new coach of Brazil?

ইউরোপিয়ান চারজন কোচ হলেন – এএস রোমার কোচ জোসে মরিনিও,রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি,রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান ও স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ানো লুইস এনরিক। এই চারজন কোচের তালিকা করা হলেও ব্রাজিলিয়ান কোচদের জন্য দুয়ার খোলা থাকবে।

তবে এই চারজনের ক্ষেএে অগ্রাধিকার থাকবে জানা গেছে এক সূএ থেকে। আনচেলত্তি, জিদান, মরিনিও, এনরিকরা নিঃসন্দেহে বিশ্বমানের সেরা কোচ। তবে রিয়ালের কোচ সহজে তাদের ক্লাব ছাড়তে রাজি নন। তাই তারা বলেন, আমি কখনো রিয়ালকে বলতে যাব না, তাদের সঙ্গে আমার রোমাঞ্চকর অভিযাত্রাটা শেষ হয়েছে। ব্রাজিলকে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks