ভিনিসিয়াস জুনিয়র | লা লিগা | ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার | নেইমার জুনিয়র | পেদ্রো ব্রাভো | রিয়াল মাদ্রিদ |
গত রোববার লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ে দারুণ ভূমিকা পালন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। দলের হয়ে একটি গোল করেছেন ভিনিসিয়াস। তবে এই ম্যাচে নিজের গোল উদযাপন নিয়ে বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিয়াস। ম্যাচের ৭২ তম মিনিটে গোল করে সাম্বা ড্যান্স করে গোলটি উদযাপন করেন ভিনি৷ সে সময় লাইভ অনুষ্ঠানে ভিনিসিয়াস জুনিয়রকে ‘বানর’ বলে আখ্যা দেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো।
পেদ্রোর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তাকে তুলোধুনো করছে ব্রাজিলের ফুটবলাররা। বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন তার জাতীয় দলের সতীর্থ নেইমার জুনিয়র।
ভিনিসিয়াস জুনিয়রের উদযাপনের পর লাইভ অনুষ্ঠানে পেদ্রো ব্রাভো মন্তব্য করেন, প্রতিপক্ষকে আপনার (ভিনিসিয়াস) সম্মান করতে হবে। আপনি যদি সাম্বা নাচতে চান, তাহলে ব্রাজিলের সাম্বাড্রোমে যান। স্পেনে, আপনার প্রতিপক্ষকে সম্মান করতে হবে এবং বানরের মতো আচরণ বন্ধ করতে হবে।
এমন মন্তব্য করে অবশ্য বেশিক্ষণ ক্ষমা না চেয়ে থাকতে পারেননি ব্রাভো। ভক্ত এবং বর্তমান খেলোয়াড় এবং সাবেক খেলোয়াড়দের তোপের মুখে পড়ে টুইটারে ক্ষমা চেয়ে পেদ্রো ব্রাভো লিখেন,
আমি স্পষ্ট করতে চাই যে, ‘বানর’ মন্তব্যটি, যা আমি ভিনিসিয়াসের গোল উদযাপনের নাচের জন্য অপব্যবহার করেছি, তা ছিল রূপক অর্থে। যেহেতু কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, তাই আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত।
ব্রাভোর এমন মন্তব্যের পর ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র টুইট করেন, ভিনি, নাচতে থাকো।