(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

UCL Match Today : PSG vs Maccabi Haifa 7-2 UCL Match : মেসি নেইমার এমবাপ্পের ম্যাজিকে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিশাল জয়

UCL match today : PSG UCL Match. PSG vs Maccabi haifa 7-2 Match highlights. Neymar. Messi goal. Mbappe goal. PSG Match Today. PSG। পিএসজি :

ফুটবলে যদি আর্ট হয় তবে লিওনেল মেসি হবেন তার পিকাসো। মাঠের খেলায় আরো একবার নিজের জাদুকরী ছন্দ দেখিয়ে ফুটবল বিশ্বকে আরো একবার তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যাকাবি হাইফার বিপক্ষে নজরকাড়া দুই গোলের পাশাপাশি দুটি নান্দনিক অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এদিন ম্যাকাবি হাইফাকে গোলবন্যায় ভাসিয়ে ৭-২ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। দলের হয়ে মেসি ছাড়াও কিলিয়ান এমবাপ্পে দুই গোল, নেইমার জুনিয়র এক গোল ও কার্লোস সোলার একটি গোলের দেখা পেয়েছেন। বাকি একটি গোল হয়েছে আত্নঘাতী।

এদিন শুরু থেকেই হাইফার উপর চাপ বাড়াতে থাকা পিএসজি নিজেদের সফলতার দেখা পায় ম্যাচের ১৯তম মিনিটের সময়। এ সময় প্রতিপক্ষের ডি-বক্সের ভিতরে কিলিয়ান এমবাপ্পের থেকে পাস পেয়ে আউটসাইট ফুটের মাধ্যমে নজরকাড়া এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান লিওনেল মেসি।

এরপর ম্যাচের ৩২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান দিগুণ করে পিএসজি। এর ঠিক তিন মিনিট বাদেই লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে দূর্দান্ত এক গোল করেন নেইমার জুনিয়র। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে অবশ্য একটি গোল হজম করে পিএসজি। সেকের গোলে ব্যবধান কিছুটা কমায় ম্যাকাবি হাইফা।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে অর্থাৎ ৪৪তম মিনিটে এবারো কিলিয়ান এমবাপ্পের পাস দেওয়া বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নান্দনিক এক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ফরাসি জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো সেক হানা দেয় পিএসজির জালে। হেডে গোল করে হাইফার ব্যবধান আবার কিছুটা কমিয়ে আনেন সেক। তবে তাতে কোনো লাভ হয়নি।

ম্যাচের ৬৪তম মিনিটে আশরাফ হাকিমির লং পাস প্রতিপক্ষের ডি-বক্সে পেয়ে গোল করতে ভুল করেননি ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ফলে ৫-২ গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৬৭তম মিনিটে নিজেদের ভুলে আত্নঘাতী গোল করে বসেন ম্যাকাবি হাইফার ডিফেন্ডার গোল্ডবার্গ। ফলে ম্যাচের স্কোরকার্ড গিয়ে দাঁড়ায় ৬-২।

ম্যাচের শেষ মুহুর্তে ৮৪তম মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন বদলি হিসেবে নামা কার্লোস সোলার। ফলে ৭-২ গোলে এগিয়ে যায় ক্রিস্তফ গালতিয়ের দল।

পরবর্তীতে আর কোনো গোল না হলে ৭-২ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks