UCL match result : চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে ০-১ গোলে হেরেছে বার্সেলোনা। তবে মৌসুমের শুরু থেকে কোনো ম্যাচে গোল না খাওয়া দলটি এবার এক গোল হজম করে হেরেছে। টানা ৬ ম্যাচ জয় লাভ করা দলটি ছন্দে থাকা ইন্টার মিলানের কাছে হেরেছে খুব সহজেই ।
চ্যাম্পিয়নস লিগে কোচ জাভির দল বার্সেলোনা উড়ন্ত অবস্থায় ছিল গ্রুপে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১-০ ব্যবধানে হারে জাভির দল।
‘সি’ গ্রুপের ম্যাচে এবার প্রথম হারের স্বাদ পায় বার্সা। ইন্টার মিলান মৌসুমের শুরু থেকেই আছে দারুন ছন্দে। তাদের লাউ মার্টিনেজ-কালহানার মত খেলোয়াড় আছে যারা দারুন ফর্মে আছেন।
কালহানাগুলোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। গোল বিরতির ঠিক আগে করেছিলেন। তবে বার্সা শেষের দিকে আক্রমণ চালালেও লাভ হয়নি। তবে পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেয়নি। লেভানদোভস্কির গোলের জন্য চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয়।
চ্যাম্পিয়নস লিগের পয়েন্টে হোচঁট খেতে পারে বার্সা। কারন ইন্টার মিলান ২ এ আছে ৬ পয়েন্ট নিয়ে। অন্যদিকে ৩ ম্যাচে ৩ জয়ে শীর্ষে অবস্থান বায়ার্ন মিউনিখের। বার্সেলোনা দুই হারে টেবিলের তিনে আছে। গ্রুপ পর্বের ১৬ নিশ্চিতে বার্সেলোনা পড়েছে হুমকির মুখে।