UCL : Lionel Messi RECORD: Messi has now scored against 40 different teams in Champions League। মেসির রেকর্ড | ইতিহাসের ১ম ও একমাত্র ফুটবলার হিসেবে মেসির বিশ্বরেকর্ড |
UCL : Lionel Messi : চ্যাম্পিয়নসলিগে বেনফিকার বিপক্ষে গোল করে ইতিহাসের এক মাইলফলক খেলোয়াড় হলেন মেসি।লিওনেল মেসি মৌসুমের শুরু থেকেই আছেন দারুন ছন্দে। সময়টাও কাটাচ্ছেন দারুন। পিএসজির হয়ে লিগ ওয়ানে ও উয়েফা চ্যাম্পিয়নসলিগে অসাধারণ খেলে যাচ্ছেন লিও। সে দলে থাকলে হারা ম্যাচও জিতে যায় পিএসজি।সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন মেসি।
চ্যাম্পিয়নসলিগের পিএসজির তৃতীয় ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছে মেসি-নেইমাররা। যেই বেনফিকা এই মৌসুমে এখন পর্যন্ত কোনো খেলাই হারে নি। তাদের নিজের মাঠে খেলা পিএসজির জন্য ৫০% জিতার সম্ভাবনা ছিল ।
বেনফিকার বিপক্ষে ম্যাচে ২২ মিনিটের সময় অসাধারণ এক শট খেলে প্রথম গোলটি করেন মেসি। যা প্রতিপক্ষের মনে কাঁপুনি ধরিয়ে দেয়৷ আর সেই গোলটি করে এগিয়ে যায় পিএসজি। গোলটি করার মাধ্যমে এক বিশ্ব রেকর্ড করেন লিও।
ইতিহাসের উয়েফা চ্যাম্পিয়নসলিগের সবচেয়ে রেকর্ডময় গোল। যা মেসিকে এনে দিয়েছে তার ক্যারিয়ারে এক অন্যন্য রেকর্ড। ৪০টি দলের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নসলিগে গোল করেছেন মেসি। যা আর কেওই করতে পারেনি। তার এমন কৃর্তি বলে দেয় সে প্রস্তুত আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য। বেনফিকার বিপক্ষে গোল করে ইতিহাসের এক মাইলফলক খেলোয়াড় হলেন মেসি।