(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Transfer News 2022 | Cristiano Ronaldo | লিগ ওয়ানে দেখা যাবে মেসি-রোনালদো দৈরথ!!

Transfer News 2022 | Cristiano Ronaldo | লিগ ওয়ানে দেখা যাবে মেসি-রোনালদো দৈরথ!!

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই যেনো গ্রীষ্মকালীন দলবদলের বাজার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য হতাশার হয়ে পড়েছে। গত মৌসুমে নানা নাটকীয়তার পর জুভেন্টাস ছেড়ে আবারো নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ওল্ডট্রাফোর্ডে এই যাত্রাটা মোটেও সুখকর হয়নি রোনালদোর জন্য। ম্যানইউতে যোগ দিয়ে নিজের দ্বিতীয় মৌসুমেই খেলতে পারছেন না ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে। অবনতি হয়ে রেড ডেভিলদের এবার খেলতে হবে ইউয়েফা ইউরোপা লিগে। যার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন পর্তুগীজ যুবরাজ।

গেল শীতকালীন ও চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বিভিন্ন ক্লাব রোনালদোকে কিনতে চাচ্ছে এমন সব গুঞ্জন উঠেছিল। তবে সংবাদমাধ্যমে উড়ে বেড়ানো এইসমস্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সবগুলো ক্লাব। গ্রীষ্মকালীন দলবদলে রোনালদোকে দলে নিতে চায় বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, পোর্তো ও অ্যাতলেটিকো মাদ্রিদ এমন সব খবরই ছড়িয়ে পড়েছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে। তবে এসব খবরের সত্যতা এখন পর্যন্ত কোনো ক্লাব থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

চলতি গ্রীষ্মকালীন দলবদলের সময় আর আছে মাত্র ১ সপ্তাহ। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে রোনালদোকে পাড়ি জমাতে হবে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া যেকোনো একটি ক্লাবে। এসব কিছুর মাঝে এবার নতুন খবর ইউরোপ ফুটবল পাড়ায়।

লা লিগার মতো এবার ফ্রেঞ্চ লিগেও দেখা যাবে মেসি-রোনালদো দৈরথ! এমন খবরই প্রকাশ করছে সংবাদমাধ্যমগুলো। লিগ ওয়ানের প্যারিস সেইন্ট জার্মেইন দলে ইতিমধ্যে খেলছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। এছাড়াও ইউসিএলে ফরাসি লিগ থেকে খেলছে মাত্র দুটি দল পিএসজি ও অলিম্পিক মার্সেই। রোনালদোর যোগ দেওয়া সম্ভাব্য ক্লাবের দৌড়ে আপাতত এগিয়ে থাকছে অলিম্পিক মার্সেই।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ালে আর্থিকভাবে কেমন লাভ তোলা যাবে সেই হিসাব মিলিয়ে দেখছে মার্সেই।

এদিকে লিভারপুলের সাবেক স্ট্রাইকার জিব্রিল সিসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে রোনালদোকে মার্সেইয়ে যোগ দিতে বলেছেন। অন্যদিকে অলিম্পিক মার্সেই’য়ের সাবেক খেলোয়াড় ইয়ান চার্লস ডি বোনো জার্মান ট্যাবলয়েড বিল্ডকে জানিয়েছেন, রোনালদোকে দলে নেওয়ার বিষয়টি গুরুত্বের সহকারে দেখছে মার্সেই, দলবদলটি মার্সেই’য়ের জন্য আর্থিকভাবে কতটা সঠিক হবে, সেটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এখন। এ ধরনের সম্ভাব্যতা মেসির বেলায় পিএসজিও করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks