THIERRY HENRY- “Last week, PSG fans booed Messi. How can you boo the greatest of all-time? The guy that has assisted the most goals in Ligue 1? Today, without Messi the team created nothing.”
গত ম্যাচে বার্ডিয়ক্সের বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচে পিএসজির সমর্থকদের দুয়োর মুখে পরতে হয়েছিল দলটির সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে। সেই ম্যাচে পিএসজি জিতেছে ৩-০ গোল। দলের করা ৩ গোলের দুটিতেই অবদান রেখেছেন লিওনেল মেসি।
এদিকে এবার গত রাতে পিএসজি মুখামুখি হয়েছিল মোনাকোর। মোনাকোর বিপক্ষে এই ম্যাচে পিএসজি পরাজিত হয়েছে ৩-০ গোলে। এই ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলোনা লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে ছাড়া জিততে পারেনি নেইমার এমবাপ্পেরা।
অথচ সেই মেসিকই গত ম্যাচে দুয়ো দিয়েছিল পিএসজি ফ্যানরা। তাইতো মোনাকোর বিপক্ষে পিএসজির পরাজয়ের পর দলটির ভক্তদেএ ধুয়ে দিলেন থিয়োরি অরি।